এনজিও ব্যুরো’র ডিজির সঙ্গে তামাক বিরোধী জোটের প্রতিনিধিদের সাক্ষাৎ

তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মো. মনিরুজ্জামান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে শেখ মো. মনিরুজ্জামান বাংলাদেশ তামাক বিরোধী জোট-এর পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এনজিও বিষয়ক ব্যুরোর বিগত দিনের সহায়তার প্রসংশা করে এবং আগামী দিনগুলোতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পরামর্শ ও সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

এসময় বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে সার্বিক অর্জন বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, বিএনটিটিপি, এইড ফাউন্ডেশন, ডাস, টিসিআরসি, নাটাব এবং ডাব্লিউবিবি-এর প্রতিনিধিরা।