মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের খরচ জানতে চেয়েছিল TMC, জবাব মিলেছে সংসদে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক পরীক্ষা পে চর্চা। মূলত সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্কুলের পড়ুয়া,অভিভাবক, শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন, মতামত বিনিময় করেন।আর সেরকম পাঁচটি অনুষ্ঠান করতে এখনও পর্যন্ত সরকারের খরচ হয়েছে ২৮ কোটি টাকা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সোমবার পার্লামেন্টে এই হিসাবটি জানিয়েছে।

তৃণমূলের সাংসদ মালা রায় এনিয়ে হিসেব চেয়েছিলেন। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী অন্নপূর্ণ দেবী ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য খরচের বিষয়টি জানিয়েছেন।

মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ২০১৮ সালে এই কর্মসূচির প্রথম পর্ব হয়েছিল। সেবার খরচ হয়েছিল ৩.৬৭ কোটি টাকা। ২০১৯ সালে এই প্রকল্পের জন্য় খরচ হয়েছিল ৪.৯৩ কোটি টাকা। এরপর ২০২০ সালে এই কর্মসূচি রূপায়ণের জন্য খরচ হয়েছিল ৫.৬৯ কোটি টাকা। ২০২১ সালে খরচ হয়েছিল ৬ কোটি টাকা। ২০২২ সালে খরচ হয়েছিল ৮.৬১ কোটি টাকা।

এদিকে ২০২১ সালে কোভিড পরিস্থিতির জেরে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়েছিল। অন্যদিকে এবার ২৭ জানুয়ারি এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবারের খরচের কোনও হিসাব এখনও দেওয়া হয়নি।

এবার গোটা দেশের অন্তত ২০০০ পড়ুয়া এই ইভেন্টে অংশ নিয়েছিল। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এতে অংশ নিয়েছিলেন। শিক্ষক ও অভিভাবকরাও অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। প্রায় ৩.৮৮ মিলিয়ন পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। ১৫৫টি দেশ থেকে পড়ুয়া ও শিক্ষক, অভিভাবকরা এই ইভেন্টে অংশ নিতে চেয়েছিলেন। এই ইভেন্টে প্রধানমন্ত্রী পড়ুয়াদের আগামী দিনে আরও এগিয়ে চলার জন্য নানা পরামর্শ দেন। পাশাপাশি পড়ুয়াদের মধ্যে অনেক সময় পরীক্ষার প্রতি একটি স্বাভাবিক ভীতি থেকেই যায়। সেই পরীক্ষার ভীতি থেকে সাধারণ পড়ুয়ারা কীভাবে মুক্ত হবেন তার দিশাও দেখান প্রধানমন্ত্রী।

পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের কাছে এই অনুষ্ঠানের প্রতি যথেষ্ট আকর্ষণ রয়েছে। অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দূর দূরান্ত থেকে আসতে চান। তবে সকলের সুযোগ হয় না। তবে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাধারণত পড়ুয়াদের নানাভাবে উৎসাহিত করেন। দেশ গড়ার কাজে কীভাবে পড়ুয়াদের এগিয়ে আসতে হবে, কীভাবে আগামী দিনগুলিতে নীতি ও আদর্শের প্রতি অবিচল থাকতে হবে, কীভাবে পরীক্ষার স্ট্রেস দূর করতে হবে তারই নানা টিপস দেন খোদ প্রধানমন্ত্রী।