সতী প্রথার গুণগান করছেন BJP MP, দাবি বিরোধীদের, পদ্মাবতীতে হইচই সংসদে

আনিশ ইয়ান্ডে

সতী প্রথার গুণগান করেছেন বিজেপি সাংসদ চন্দ্র প্রকাশ যোশী। এমনটাই অভিযোগ বিরোধীদের। আর সেই বক্তব্যকে কেন্দ্র করে তুমুল হইচই বিরোধীদের। তাঁরা বিজেপি সাংসদের বক্তব্যের তুমুল বিরোধিতা করেছেন। তাঁদের দাবি এই বক্তব্যকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তবে সাংসদ অবশ্য় পরে জানিয়েছেন তিনি বা তাঁর দল সতী প্রথাকে সমর্থন করেন না।

বিরোধীদের দাবি, তিনি রাণী পদ্মাবতীর কথা উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন রাজস্থানের মেওয়ারের রানি নিজের সম্মান রক্ষার জন্য আত্ম বিসর্জন দেন।আলাউদ্দিন খলজির হাত থেকে বাঁচতেই তিনি আগুনে আত্মহুতি দিয়েছিলেন।

তিনি বলেন, আলাউদ্দিন খিলজির সামনে কোনওদিন মুখ দেখাননি রানি পদ্মাবতী।৬০ হাজার সখীকে নিয়ে তিনি আগুনে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু আপনাদের সরকার সেই জায়গাকে ঘিরে রেখেছে। আমাদের সরকার সেই জায়গাটি চিহ্নিত করেছে। রাজস্থানের চিতোরগড়ের এমপি একথা জানিয়েছেন।

এদিকে এই মন্তব্যকে ঘিরে তুমুল হইচই শুরু করে দেন বিরোধীরা। বিরোধীরা সংসদে জানিয়েছেন, যোশী আদতে সতী প্রথার গুণগান গেয়েছেন।

রানি পদ্মাবতীর কাহিনিতে উল্লেখ করা হয়েছে সতী প্রথার কথা। সুফি কবি মালিক মহম্মদ জয়শীর রচনাতেও এই ধরনের চরিত্রকে আনা হয়েছে। ১৫৪০ সালে এই কবিতা লেখা হয়েছিল। সেই কবিতায় উল্লেখ করা হয়েছিল রাজস্থানের রাজা রতন সেন ও আলাউদ্দিন খিলজির মধ্যে যুদ্ধ পরিস্থিতির সময় চিতোরের নারীদের আগুনে ঝাঁপ দিয়ে সতীত্ব রক্ষার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন পদ্মাবতী।

এদিকে সংসদে বিরোধীদের দাবি যোশী আপত্তিকর কথা বলছেন। তবে যোশী তাঁর বক্তব্য চালিয়ে যান। ট্রেজারি বেঞ্চের দিকে তেড়ে যান বিধায়করা। স্পিকার ওম বিড়লা দুপুর দেড়টা পর্যন্ত অধিবেশনের কাজ স্থগিত করে দেন।

সাংসদ সিপি যোশী পরবর্তী সময়ে জানিয়েছেন,আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমার কথায় আমি কিংবা আমার দল সতী প্রথাকে সমর্থন জানাইনি। এখানে অনুবাদের কিছু সমস্যা হয়েছে। আমি এব্যাপারে খোলাখুলি কথা বলতে ভালোবাসি। আমার রাজ্যে বিজেপি নেতা ভৈর সিং শেখওয়াতও এই প্রথার বিরোধিতা করেছিলেন।

আমার দলের লক্ষ্য হল আগে দেশ তারপর রাজনীতি। এই নীতিতে আমরা বিশ্বাস করি। তবে এর সঙ্গেই মীরা ও রানি পদ্মাবতীর আত্মনিবেদনের কথা তুলে ধরেন তিনি।