স্বাস্থ্যকর্মীর মর্যাদা চাই, স্বাস্থ্যভবনে আশাকর্মীদের ধরনায় হামলে পড়ল পুলিশ

বেতনবৃদ্ধিসহ ১২ দফা দাবিতে আশা কর্মীদের আন্দোলনে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিধাননগর সেক্টর ফাইভের স্বাস্থ্য ভবন চত্বর। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হন আশা কর্মীরা। অভিযোগ, আধিকারিকরা স্মারকলিপি নেননি। উলটে টেনে হিঁচড়ে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সরানো হয় আশাকর্মীদের।

মঙ্গলবার সকাল থেকেই স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করতে থাকেন আশাকর্মীরা। ন্যূনতম ২১ হাজার টাকা বেতন, সহ ১২ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। এক স্বাস্থ্যকর্মী বলেন, কেন্দ্রীয় সরকার বাজেটে আমাদের দেখেনি। উলটে আবাস যোজনার সমীক্ষাসহ নানা কাজ আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে। অথচ আমাদের স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে নারাজ তাঁরা।

আশাকর্মীদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ ওই পথ। এর পর পুলিশকর্মীরা টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেন। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আশাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশি হামলায় অসুস্থ হয়ে পড়েন এক আশাকর্মী।

আন্দোলনকারীরে এক নেত্রী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম। কয়েকজন গিয়ে স্মারকলিপি দেব বলে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু আমাদের কোনও কথা শোনেনি। পুলিশের অনুমতি নিয়ে আমরা আন্দোলন করছি। প্রথম থেকেই আমাদের ওপর পুলিশ লেলিয়ে দিল।