Jeth Malani in CAG Report: ক্যাগ রিপোর্টের ভিত্তিতে মামলা, ‘রাজ্যে বড় দুর্নীতি হয়েছে’ জেঠ মালানি

ক্যাগ রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি মামলা দায়ের করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই মামলার শুনানি এখনই করলে সঠিক বিচার হবে না বলে আদালতের কাছে আর্জি জানালেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার ভিত্তিতে রাজ্যকে লিখিতভাবে বক্তব্য জানাতে বলল রাজ্যের উচ্চ আদালত।

এই দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা ও বর্ষিয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। টুইটারে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে আরও বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। রাজ্য সরকার প্রায় ২. ৩০ লাখ কোটি টাকার দুর্নীতি করেছে। ক্যাগের রিপোর্টের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে। দেখা যাক এই মামলা থেকে কী বেরিয়ে আসে।’

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি সাংবাদিক হিসেবে এই মামলা দায়ের করেছেন। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘যে রিপোর্টের ভিত্তিতে মামলাটি হয়েছে সেই রিপোর্টটি এখন বিধানসভায় বিবেচনার জন্য রয়েছে। গত ১৭ মার্চ থেকে ওই রিপোর্টটি বিধানসভায় পেশ করা হয়েছিল।’ তিনি দাবি করেছেন, বিষয়টি যেহেতু বিবেচনার জন্য রয়েছে তাই এখনই মামলার শুনানি হলে সঠিক বিচার করা যাবে না।

তিনি দাবি করেছেন, যাবতীয় প্রকল্পের টাকা খরচের সমস্ত তথ্য তাদের কাছে আছে। সেই তথ্য সঠিক সময়ে দেওয়া হবে। মামলাটি শুনানির জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছে আদালত। উল্লেখ্য, বিজেপি নেতার অভিযোগ ছিল, রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। এর সঠিক হিসাব মিলছে না। এ বিষয়ে তিনি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup