Life is Abrakadabra: মাত্র সতেরো বছর বয়সে বিশ্বভ্রমণ বাঙালি মেয়ের, অবিশ্বাস্য অভিজ্ঞতা লিখলেন নিজেই

কোনও অলৌকিক উপায়ে যদি নিজের ইচ্ছেপূরণ হয়, তাহলে কেমন লাগে? একটি মেয়ের গল্প শুনলেও অনেকটা তেমন মনে হবে। মাত্র সতেরো বছর বয়স তাঁর। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সারা বিশ্বে একা একা ঘোরার অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। একটি দুটি নয়, সারা বিশ্বের পাঁচটি মহাদেশ ঘুরে ফেলেছেন এই বাঙালি তরুণী। অনেকটা কমবয়সেই নিজের ঝুলি অসামান্য সব অভিজ্ঞতায় ভরিয়ে তুলেছেন বৈশাখী সাহা। সেই অভিজ্ঞতার কথা দিয়েই সাজিয়ে তুলেছেন তাঁর লেখা বই লাইফ ইজ অ্যাবরাকাড্যাবরা। মোট ২১টি ভ্রমণের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে সেজে উঠেছে তাঁর বইটি। বইটি প্রকাশের দায়িত্বে ছিল হে হাউস ইন্টারন্যাশনাল পাবলিশিং। ভারতের যেকোনও প্রান্তে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইটির প্রকাশ অনুষ্ঠান হল ৩১ জানুয়ারি। মেলাতেই আগামী দিনগুলিতে উপস্থিত থাকছে এই বইটি।

সতেরো বছর বয়সে বৈশাখী পড়াশোনার সূত্রে বিদেশ পাড়ি দেন। এই সময় কিছুদিন একটি কঠিন রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। অনেক রোগভোগের পর সুস্থ হয়ে ওঠেন। নতুন জীবন পেয়ে পৃথিবী দেখার সাধ জাগে মনে। এরপরেই একে একে বিভিন্ন মহাদেশ পাড়ি দেন বাঙালি কন্যা। এশিয়া থেকে ইউরোপ, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা, যেখানেই তিনি গিয়েছেন, থেকেছেন স্থানীয় মানুষদের কাছাকাছি। তাদের সঙ্গে মিশে তাদের সংস্কৃতিকে কাছ থেকে দেখেছেন। স্থানীয় পরিবারদের সঙ্গে থাকার পাশাপাশি তাদের খাদ্যাভাস ও জীবনযাপনেও নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। এক বাঙালি রক্ষণশীল পরিবারের সন্তান হলেও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের জনজাতির বৈচিত্র্য ও তাদের জীবনযাপন মন কেড়েছিল বৈশাখীর। সেই টানেই তাদের বিশ্বাসের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছিলেন যে কদিন ছিলেন সেখানে। জীবনের অনেক গূঢ় প্রশ্নের উত্তর খুঁজেছেন দিন আনি দিন খাই মানুষদের জীবনযাপন দেখে। তাদের সংস্কৃতি ও ব্যবহার বারবার চমকে দিয়েছে বৈশাখীকে। একে একে এভাবে জীবনের সব বাধা কাটিয়ে অভিজ্ঞতার ঝুলি ভরিয়ে তুলেছেন।

বই প্রকাশের অনুষ্ঠানে বৈশাখী জানান, ‘নিজের স্বপ্নগুলিকে বিশ্বাস করতে হবে সবচেয়ে আগে। তারাই পথ দেখাবে কীভাবে তা সত্যি করে তুলতে হয়। ম্যাজিক তখনই হয়, যখন কল্পনায় কোনওকিছু বাস্তবের রূপ নেয়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup