New form of ice invented : পৃথিবীতে নাকি বিরল, উপগ্রহেই মেলে এমন বরফ, কীসের ইঙ্গিত কেমব্রিজের নয়া আবিষ্কারে

ডিপ ফ্রিজ আর মাছের বাজারের চাঁই বরফই আমাদের রোজকার জীবনের দেখা বরফ। তবে এর বাইরেও নানারকমের বরফ ব্যবহারের চল আছে বিজ্ঞানের গবেষণাগারে। কেমব্রিজ ও লন্ডনের বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞের গবেষণায় এবার তৈরি হল নয়া ধরনের বরফ! এই বরফের ঘনত্ব জলের মতোই। সাধারণ বরফের ঘনত্ব জলের থেকে আলাদা হয়। সাধারণ বরফ জমলে একটি নির্দিষ্ট আকার ধারণ করে। এর অণুগুলির নির্দিষ্ট আকার থাকে। কিন্তু কেমব্রিজের গবেষণাগারে বানানো বরফের কোনও আকৃতিই নেই! এমনকী জমাট বাঁধলেও এটি দেখতে জলের মতোই লাগবে। কারণ এর ঘনত্ব জলের মতোই।

এমন বরফ সাধারণ বরফের থেকে আলাদা কেন?

কী এমন আছে এতে যার জন্য এত গুরুত্ব পাচ্ছে বিজ্ঞানীমহলে? বিজ্ঞানীদের কথায়, নির্দিষ্ট আকৃতিহীন এই বিশেষ বরফ (অ্যামরফাস বরফ) সাধারণত মহাশূন্যে দেখা যায়। আমাদের পৃথিবীর মধ্যে প্রাকৃতিক উপায়ে এর দেখা পাওয়ার কথা নয়। খুব বিরল কিছু ক্ষেত্রে এর দেখা মেলে। আর এখানেই একটি বিরাট মাইলস্টোন অর্জন করা গিয়েছে বলে মনে করছেন গবেষকদল।

মহাকাশের এই অ্যামরফাস বরফ আসলে কী?

মহাশূন্যের উষ্ণতা অনেকটাই কম। সেখানে সামগ্রিক উষ্ণতাই বেশ কম। কতটা কম? এতটাই যে সাধারণ বরফের মতো জমাট বাঁধতে জলের যতটা শক্তি দরকার, সেটুকুরও জোগান থাকে না। এর ফলে জল জমাট বেঁধে বরফ হলে তার কোনও নির্দিষ্ট আকার থাকে না। অনির্দিষ্ট আকারের হয় সে বরফ। সেই বরফ এবার কৃত্রিম পদ্ধতিতে বানানো হল গবেষণাগারে।

আরও একটি দিক আগ্রহ বাড়িয়ে দিচ্ছে বিজ্ঞানীদের। সৌরজগতের মধ্যে থাকা অন্যান্য গ্রহের উপগ্রহগুলিতে এই একই বরফের সন্ধান মিলতে পারে। সেই বরফই এবার বিজ্ঞানীদের হাতের মুঠোয়। এর ফলে মহাকাশ সংক্রান্ত গবেষণা আরও উন্নত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই গবেষণাপত্রের মুখ্য লেখক ক্রিসটোফ স্যালজম্যান সংবাদমাধ্যমকে জানান, মোট ২০ প্রকৃতির নির্দিষ্ট আকারের বরফের (ক্রিস্টালাইন বরফ) কথা জানা আছে বিজ্ঞানীদের। তবে অনিয়তাকার বরফ (অ্যামরফাস বরফ) মাত্র দুই প্রকৃতির আবিষ্কৃত হয়েছে এর আগে। তার মধ্যে একটি বেশি ঘনত্বের বরফ, অন্যটি কম ঘনত্বের বরফ। এদের মধ্যে ঘনত্বের তফাত ছিল অনেকটাই। মনে করা হত, এদের মাঝামাঝি ঘনত্বের কোনও বরফ নেই। সাম্প্রতিক গবেষণায় মাঝারি ঘনত্বের বরফই আবিষ্কৃত হল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup