Sourav Ganguly Feels Bengal Are Reaping Vision 20-20’s Rewards Ahead Of Ranji Trophy

রুমা পাল, কলকাতা: বুধবার রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামছে বাংলা (Bengal vs Madhya Pradesh)। এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার রঞ্জির সেমিফাইনালে মাঠে নামতে চলেছে বাংলা ক্রিকেট । রঞ্জির ফাইনালে পৌঁছনোর হাতছানি মনোজ তিওয়ারিদের সামনে। মনোজ-ঈশান পোড়েলদের নিয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

আশাবাদী সৌরভ

বঙ্গ-ক্রিকেটারদের হয়ে ব্যাট ধরলেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় মতে বাংলার তরুন তুর্কিরা ভিশন ২০-২০ সিস্টেমেরই সুফল পাচ্ছেন। তিনি বলেন, ‘ভিশন ২০-২০ সিস্টেমের ফলে বাংলার বহু ক্রিকেটারের উন্নতি হয়েছে। মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আমেদরা তো এরই সুফল। মহম্মদ শামি জাতীয় দলের হয়ে খেলেন বলে বাংলার ম্যাচে তাকে পাওয়া যায়ন। তবে তিনি ছাড়াও দলে উইকেট নেওয়ার মতো তিনজন ফাস্ট বোলার, ঈশান, মুকেশ, আকাশদীপ রয়েছেন। ওদের সকলেরই জাতীয় দলের খেলার দক্ষতা রয়েছে। বয়সটাও কম।’ 

নিউটাউনে নতুন স্টেডিয়াম

বিসিসিআই ছেড়েছেন। দাঁড়াননি সিএবি নির্বাচনেও। ক্রিকেট-প্রশাসন থেকে এখন অনেক দূরে। তবুও, রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকাণ্ডের সব খবরাখবর রাখেন তিনি। বহু দিন ধরেই কলকাতায় আরেকটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি হওয়ার কথা। সৌরভ জানান বিশ্বকাপের পরই নিউটাউনে শুরু হবে সেই স্টেডিয়াম তৈরির কাজ। ২৫ থেকে ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন নতুন স্টেডিয়ামে। 

কঠিনতম চ্যালেঞ্জ

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। ভারতের মাটিতে প্রায় দুই দশক ধরে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ঘরের মাঠেও ভারতের বিরুদ্ধে শেষ দুই টেস্ট সিরিজেও পরাজিত হয়েছে অজিরা। এবার ভারতের মাটিতে তাই ‘টেস্ট ক্রিকেটের কঠিনতম চ্যালেঞ্জ’ জিততে বদ্ধপরিকর স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নাররা (David Warner)। স্মিথের মতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়টা অ্যাসেজের থেকেও বড় জয় হবে।

স্টিভ স্মিথ বলেন, ‘এখানে টেস্ট ম্যাচ জেতাটাই ভীষণ কঠিন, সিরিজ তো ছেড়েই দিন। সুতরাং, এখানে সিরিজ জেতাটা বিরাট কৃতিত্বের। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারতে সিরিজ জয়টা অ্যাসেজ জয়ের থেকেও বড় হবে।’ তাঁর দীর্ঘদিনের অজি সতীর্থ তথা তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের মতে ভারতে টেস্ট সিরিজ জয়টা অস্ট্রেলিয়ার কঠিনতম চ্যালেঞ্জ। ‘গত অ্যাসেজ সিরিজের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তবে ভারতে এসে, তাঁদের ঘরের মাঠে তাঁদেরকে হারানোটা আমাদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ। আমি এই সিরিজে খেলার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বের সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটার জন্য আরও বেশি উৎসাহিত।’

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে তিন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে