Sports Highligts: রেকর্ডের সামনে বিরাট, সেমিতে নামছে বাংলা, দেখে নিন খেলার সেরা খবরের এক ঝলক

<p><strong>কলকাতা:</strong> বুধবার থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনাল। মধ্য়প্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। আগামী ৯ তারিখ থেকে শুরু বর্ডার-গাওস্কর (Border-Gavaskar) ট্রফির প্রথম টেস্ট। রেকর্ডের সামনে বিরাট। দেখে নেওয়া যাক খেলার সেরা খবরের এক ঝলক -</p>
<p><strong>রেকর্ডের সামনে বিরাট</strong></p>
<p>২০১৮ সালে পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তিনি&nbsp;<a title="নতুন বছর" href="https://bengali.abplive.com/topic/new-year" data-type="interlinkingkeywords">নতুন বছর</a>েরর শুরুটাও দারুণভাবে করেছেন। আসন্ন সিরিজে বিরাট কোহলি যদি নিজের ফর্ম ধরে রেখে শতরান করতে পারেন, তাহলেই তিনি বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন ভারতের তারকা ব্যাটার। আপাতত তিনি সাতটি শতরান করেছেন। আরেকটি শতরান করলেই তিনি যুগ্মভাবে সুনীল গাওস্কর ও স্টিভ স্মিথ সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ আটটি শতরান করে ফেলবেন।&nbsp;টেস্টে ৮১১৯ রান করা বিরাট কোহলি টেস্টে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি চার টেস্ট ম্যাচে যদি অন্তত ৩৯১ রান করতে পারেন, তাহলেই তিনি বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে টেস্টে পঞ্চম সর্বোচ্চ ভারতীয় সংগ্রাহক হয়ে যাবেন। সহবাগ টেস্টে ভারতের হয়ে ৮৫০৩ রান করেছেন। এছাড়া <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a> আর ৬৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে।&nbsp;</p>
<p><strong>সেমিতে নামবে বাংলা</strong></p>
<p><a title="রঞ্জি ট্রফি" href="https://bengali.abplive.com/topic/ranji-trophy" data-type="interlinkingkeywords">রঞ্জি ট্রফি</a>র সেমিফাইনালে খেলতে নামবে বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিতে খেলতে নামবে মনোজ তিওয়ারির দল। ১৯৯০ সালে সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা শেষবার রঞ্জি জিতেছিল। এবার কি তারা পারবে? কিন্তু সবার আগে সেমির বাধা টপকাতে হবে লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের।</p>
<p><strong>মোদিকে জার্সি উপহার মেসির</strong></p>
<p>ডিসেম্বরের ১৮ তারিখ কাতারে আর্জেন্তাইন তারকা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়। মেসির নেতৃত্বেই তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় লা আলবিসেলেস্তে (Argentina Football Team)। লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টিতে জয় পান মেসিরা। মেসির বিশ্বজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় আর্জেন্তিনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার তাঁর জন্য নিজের জার্সি পাঠালেন <a title="আর্জেন্তিনা" href="https://bengali.abplive.com/topic/argentina" data-type="interlinkingkeywords">আর্জেন্তিনা</a> অধিনায়ক <a title="মেসি" href="https://bengali.abplive.com/topic/messi" data-type="interlinkingkeywords">মেসি</a>।</p>
<p><strong>অজি শিবিরে ধাক্কা</strong></p>
<p>সরকারিভাবে কিছু জানানো না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী ক্যামেরন গ্রিন প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। বক্সিং ডে টেস্ট খেলার সময়ই অজি তারকা আঙুলে চোট পান। তাঁর আঙুলের চিড় এখনও সারেনি বলেই খবর। সুস্থ হয়ে উঠতে আরও কিছুটা সময়ের প্রয়োজন, সেই কারণেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ম্যাচে গ্রিন খেলতে পারবেন না। শোনা যাচ্ছে নাগপুরে অস্ট্রেলিয়ার প্রথম অনুশীলনে সেশনে গ্রিন ব্যাট করেননি। তার পরিবর্তে তিনি নিজের ফিটনেস চর্চায় মগ্ন থাকেন এবং হালকা বোলিংও করেন। মাত্র সপ্তাহ পাঁচেক আগেই গ্রিনের অস্ত্রোপ্রচার হওয়ায় অজি দল তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ।</p>
<p><strong>সর্বোচ্চ বেস প্রাইস হরমন, স্মৃতিদের</strong></p>
<p>মোট ১৫২৫ জন ক্রিকেটার নিজের নাম রেজিস্টার করেছিলেন <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের জন্য। সেখান থেকেই ৪০৯ জনকে বেছে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৪৬ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। সেই বিদেশি ক্রিকেটারদের মধ্যে আবার ৮ জন অ্যাসোসিয়েট দেশের। ক্যাপড প্লেয়ার রয়েছেন মোট ২০২ জন। আনক্যাপড রয়েছেন ১৯৯ জন।</p>
<p>সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন মোট ২৪ জন। সেই তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন শেফালি ভার্মা। বিদেশিদের মধ্যে রয়েছেন এই তালিকায় সোফি একেলস্টোন, সোফি ডিভাইন, ডিয়েন্ড্রা ডটিন ও এলিশা পেরি।</p>