খারিজ জামিনের আবেদন, নওসাদ সিদ্দিকিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলে পাঠাল আদালত

ISF বিধায়ক নওসাদ সিদ্দিকির অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল করে দিল ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন তিনি।

এদিন নওসাদের আইনজীবী আদালতে জামিনের পক্ষে সওয়াল করে বলেন, নওসাদ একজন বিধায়ক। তাঁকে জেরে রাখলে বহু মানুষের স্বর বিধানসভায় ধ্বনিত হবে না। তার ওপরে বুধবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। ফলে নওসাদকে জামিন দেওয়া হোক।

পালটা সরকারি আইনজীবী বলেন, নওসাদ আইনপ্রণেতা হয়ে আইন ভেঙেছেন। এটা গর্হিত কাজ। কোনও মানুষের পদাধিকারের বিচারে বাড়তি সুবিধা দেওয়ার কোনও সুযোগ ভারতীয় সংবিধান দেয় না। ফলে নওসাদের জামিনের আর্জি খারিজ করা হোক।

দুপক্ষের সওয়াল শুনে বিচারক বলেন, নওসাদ বিধায়ক বলে তাঁকে বাড়তি সুবিধা দেওয়া সম্ভব নয়। এর পর নওসাদকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তিনি।

গত ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় ISF পুলিশ সংঘর্ষের পর গ্রেফতার হন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। প্রথমে তাঁকে হেফাজতে নেয় হেয়ার স্ট্রিট থানা। তার পর তাঁকে হেফাজতে নেয় লেদার কমপ্লেক্স থানা। নওসাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোসহ একাধিক গুরুতর ধারায় মামলা করেছে কলকাতা পুলিশ। ওদিকে ISF-এর দাবি, সরকার বিরোধিতায় সোচ্চার হওয়ায় ফন্দি করে নওসাদকে জেলে আটকে রাখা হয়েছে।