দিনাজপুরে কমেছে পাসের হার, ১৩ কলেজে পাস করেনি কেউ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫-এর সংখ্যা। শতভাগ পাসের প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে এবং বেড়েছে কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা।

বুধবার শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার এই বোর্ডের অধীনে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি, যা গত ২০২১ সালে ছিল ৫৩টি। একইসঙ্গে কোনও শিক্ষার্থী পাস করনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি। যা ২০২১ সালে ছিল দুটি।

তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ০৮ শতাংশ। এর আগে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এই বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। এবার এই বোর্ডের অধীনে ১১ হাজার ৮৩০ জন জিপিএ-৫ পেয়েছে, যা ২০২১ সালে ছিল ১৫ হাজার ৩৪৯ জন।