Paschim Bardhaman road accident: নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর উলটে গেল ছাই বোঝায় ট্রাক, ব্যহত যান চলাচল

ছাই ভর্তি ট্রাক উলটে গিয়ে ক্ষতিগ্রস্ত হল সেতু। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানে দামোদর নদীর উপর অবস্থিত সুভাষ সেতুতে। ট্রাকটি উলটে যাওয়ার ফলে সেতুর রেলিংয়ের গার্ড ভেঙে যায়। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে গাড়িটি সরিয়ে নিয়ে গেলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। এই দিনের ঘটনায় গাড়ির চালক সহ দুজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সুত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ছাই ভর্তি ওই গাড়ি পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমানে আসার সময় দামোদর নদের সুভাষ সেতুর মাঝখানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এর ফলে সেতুর বেশকিছু অংশজুড়ে রেলিংয়ের গার্ড ভেঙে যায়। তবে ওই গাড়িটি নদীতে পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। একই সঙ্গে চালক ও খালাসি অল্পের জন‍্যে প্রাণে বেঁচে যান। তাদের গাড়ির ভিতর থেকে বের করা হয়। জানা গিয়েছে, তারা দুজনেই অল্প বিস্তর জখম হয়েছে। বুধবার সকালে উলটে যাওয়া ওই ট্রাকটিকে সেতু থেকে তুলে অন‍্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরেই দামোদরের সুভাষ সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ। ওই হাইওয়া ট্রাকে ছাই ভর্তি ছিল। কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায়। যার ফলে ব্রিজের অনেকটাই ক্ষতি হয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে দীর্ঘক্ষণের চেষ্টায় সেখান থেকে সরানো হয়। ব্রিজের পাশাপাশি, ট্রাকটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, এই ব্রিজ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তার মধ্যে যেমন স্কুল পড়ুয়া রয়েছে, তেমনি বহু মানুষ কর্মস্থলে যাওয়ার জন্য এই সেতু ব্যবহার করে থাকেন। ট্রাকটি উলটে যাওয়ায় সকাল অবধি এই ব্রিজে যান চলাচল প্রায় বন্ধ থাকে। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েন পথ চলতি মানুষ। মিলন দত্ত নামে এক স্থানীয় বাসিন্দা জানান, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে সৌভাগ্যবশত সেরকম বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। উল্লেখ্য, দুর্ঘটনার পর ট্রাকটিকে সরাতে ঘটনাস্থলে নিয়ে আসা হয় একটি বড় ক্রেন। সব মিলিয়ে ব্রিজটিকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে সময় লেগে যায় কয়েক ঘণ্টারও বেশি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup