Rabindra Nath Ghosh: ‘বিজেপির আরও ৩ জন বিধায়ক লাইনে রয়েছেন’ জল্পনা উসকে মন্তব্য TMC নেতার

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এরপরে বিজেপির বিধায়কের সংখ্যা কমে হয়েছে ৬৯ জন। এরপরেই বিজেপির আরও বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনা আবার উসকে দিলেন কোচবিহারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি মন্তব্য করেছেন, ‘বিজেপির আরও ৩ জন বিধায়ক লাইনে রয়েছেন।’

তৃণমূল নেতা শুধুমাত্র ৩ বিজেপি বিধায়কের তৃণমূলের যোগদানের জল্পনাই উসকে দেননি, তিনি হুংকার দিয়েছেন, ‘বিজেপির খাঁচা ফাকা হয়ে যাবে।’ তিনি বলেন, ‘বিধায়ক ছাড়া অন্য কাউকে নিয়ে কী করব? ৩ জন বিধায়ক আছে। ২০২৪ সাল আসতে আসতেই খাঁচা থেকে পাখি পালিয়ে যাবে।’ প্রসঙ্গত, সুমন কাঞ্জিলাল দল ছাড়ার পরে তৃণমূলের পক্ষে দাবি করা হয়েছিল বিজেপির ১৩ জন বিধায়ক লাইনে রয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টুইটারে ট্যাগ করে এ কথা লিখেছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা। যদিও পরে তৃণমূলের দাবি উড়িয়ে বিরোধী দলনেতা বলেছিলেন, ‘ভিতরে বিজেপি, বাইরে বলবে তৃণমূলের সঙ্গে আছি।’ যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্যটি ড্যামেজ কন্ট্রোল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, সম্প্রতি খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দেবেন বলে জোর জল্পনা শুরু হয়েছিল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতার সঙ্গে দেখা গিয়েছিল হিরণের ছবি। যদিও পরে হিরণ দাবি করেছিলেন, তাঁর ছবি বিকৃত করা হয়েছে। প্রসঙ্গত, সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগ দিলেও সে ক্ষেত্রে তাঁকে দলের পতাকা হাতে তুলে দেওয়া হয়নি। এ নিয়ে তাঁকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup