বাংলা নিউজ > ঘরে বাইরে > Syria Earthquake: ভূমিকম্পে লণ্ডভণ্ড সিরিয়া, জেল থেকে পালাল ২০ আইএস জঙ্গি! উঠছে নানান জল্পনা
Updated: 08 Feb 2023, 01:23 PM IST
Sritama Mitra
তুরস্ক সীমান্তের কাছে রাজোর মিলিটারি পুলিশ জেল থেকে ২০ জন আইএস জঙ্গি পালিয়েছে বলে খবর। মনে করা হচ্ছে, যে সংখ্যক আইএস জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের সংখ্যা কমপক্ষে ২০। তবে সর্বাধিক ১৩০০ হতে পারে। এমনই জল্পনা। কারণ, এই জেলে ২০০০ জন আবাসিকের মধ্যে ১৩০০ জন ছিল আইএস ফাইটার ও জঙ্গি।
1/4 ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে সিরিয়ার একাধিক জায়গা। সেদেশে মৃতের সংখ্যা ২০০০ এর অঙ্কের আশপাশ ছুঁয়েছে। কার্যত তুরস্ক-সিরিয়া সীমান্তের একাধিক ইমারত ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। এরই মাঝে ভেঙে গিয়েছে সিরিয়ার একাধিক জেল। সেখান থেকে ২০ জন আইএস জঙ্গি পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। (প্রতীকী ছবি) . AP/PTI (AP)
2/4 তুরস্ক সীমান্তের কাছে মিলিটারি পুলিশ জেল থেকে ২০ জন আইএস জঙ্গি পালিয়েছে বলে খবর। মনে করা হচ্ছে, যে সংখ্যক আইএস জঙ্গি জেল থেকে পালিয়েছে, তাদের সংখ্যা কমপক্ষে ২০। তবে সর্বাধিক ১৩০০ হতে পারে। কারণ, এই জেলে ২০০০ জন আবাসিকের মধ্যে ১৩০০ জন ছিল আইএস ফাইটার ও জঙ্গি। তাদের, জানা গিয়েছে ধ্বংস হয়ে পড়া জেল থেকে ২০০০ জন বন্দিই পালিয়েছে। (প্রতীকী ছবি) . A Helmets/Handout via REUTERS (AP)
3/4 সিরিয়ার তুরস্ক সীমান্তের কাছে রাজো নামের এলাকার জেল থেকে ওই আইএস জঙ্গিদের পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, সিরিয়া ও তুরস্কের একটা বড় অংশ ঘিরে ভূমিকম্পের পরই ৫ ঘণ্টায় সোমবার ২২ বার আফটার শক হয়েছে। জানা গিয়েছে, ভূমিকম্পের পর আফটার শকের জেরে বহু বাড়িতে এখনও ফাটল ধরে রয়েছে। সেগুলি বরাবার এখনও বহু ইমারত ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা। (প্রতীকী ছবি) (AP Photo/Emrah Gurel) (AP)
4/4 উল্লেখ্য, এর আগেও জেল থেকে ওঅ জঙ্গিদের ছাড়ানোর জন্য চেষ্টা করেছে আইএস। সদ্য রাজো এলাকায় ডিসেম্বরেই হামলা চালায় আইএস জঙ্গিরা। সেই ব্যর্থ চেষ্টায় সেবার কুরদিশ ফোস্রের ৬ জন মারা যান। এরপরই এই জেল-ছুটদের ঘটনা উঠে আসে। (প্রতীকী ছবি) REUTERS/Mahmoud Hassano/File Photo (AP)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে
অন্য গ্যালারিগুলি