TMC party office in Murshidabad: ব্যক্তিগত জমি বেআইনিভাবে দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ

পঞ্চায়েত ভোটের আগে গুরুতর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ব্লক অফিস লাগোয়া ব্যক্তিগত মালিকানাধীন জমি বেআইনিভাবে দখল করে তৈরি করা হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস। এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বড়ঞা ব্লক এলাকায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বিডিওর দ্বারস্থ হয়েছেন ওই জমির মালিকরা। বড়ঞা ব্লক অফিসের বাইরেই পাঁচ ইট লাগোয়া ওই জায়গা বেআইনিভাবে দখল করে পার্টি অফিস বানানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মালিকরা।

জমির মালিকদের অভিযোগ, ওই জায়গা গতকাল রাত্রে দখল করে তৃণমূলের পার্টি অফিস বানানো হচ্ছে। আজ সকালে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা দেখতে পান বড়ঞার গ্রামশালিকা গ্রামের বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই আজ বুধবার ঘটনার কথা বিডিও মনীষ নন্দিকে জানান মালিকরা। বিডিও জমির মালিকদের আশ্বস্ত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের জায়গা ২৪ ঘণ্টার ভিতর ফাঁকা করে ফিরিয়ে দেওয়া হবে। তবে জায়গার মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা তাদের নিজস্ব এই জায়গাটি ব্যবহার করতে পারছেন না। কোনও কারণে ব্যবহার করতে গেলে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু, গতকাল রাত থেকে হঠাৎই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্যানার, পতাকা-সহ ত্রিপল খাটিয়ে তৈরি করা হচ্ছে পার্টি অফিস।

সদানন্দ মণ্ডল নামে ওই জায়গার এক মালিক জানান, ‘জায়গাটি আমাদের। আমরা চাইছি আমাদেরকে জায়গাটি ফিরিয়ে দেওয়া হোক।’ কার্তিক চন্দ্র মণ্ডল নামে আরও এক মালিকের অভিযোগ, ‘ওই জায়গা তাদের হওয়া সত্ত্বেও বিডিও অফিস থেকে বারবার আমাদের বাধা দেওয়া হচ্ছে। যার ফলে আমরা নিজেদের জায়গা ব্যবহার করতে পারছি না। ২০০৭ সাল থেকে এই জায়গাটি আমাদের রয়েছে। বেশ কয়েকবার জমির মাপও হয়েছে। তারপরেও আমরা ওই জায়গায় কিছু কাজ করতে গেলে বিডিও অফিস থেকে আপত্তি জানানো হচ্ছে। আমাদের জায়গা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। হঠাৎ করে আজ সকালে জানতে পারি আমাদের জায়গায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস বানানো হচ্ছে। এই জমি যে আমাদের তার সমস্ত নথিপত্র রয়েছে। এখন আমরা চাইছি আমাদের জমি ফিরিয়ে দেওয়া হোক। তার জন্য আমরা বিডিওর কাছে আবেদন জানাচ্ছি।’ যদিও এ প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup