কোটি টাকা উদ্ধারে অভিযুক্ত ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, ছবি প্রকাশ করল BJP

বালিগঞ্জে ইডির তল্লাশিতে ১.৪ কোটি টাকা উদ্ধারের ঘটনায় চরমে উঠল রাজনৈতিক তরজা। ইডির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর কয়লা পাচারের টাকা সাদা করার জন্য বেনামে একটি সম্পত্তি কিনেছেন মনজিৎ গ্রেওয়াল নামে এক ব্যবসায়ী। সেই টাকারই একাংশ বুধবার উদ্ধার হয়েছে গজরাজ গ্রুপের দফতর থেকে। আর তার পরই মনজিৎ গ্রেওয়ালের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা প্রমাণে তৎপর হয়ে উঠেছে বিজেপি। বিজেপি নেতাদের টুইট করা একের পর এক ছবি কখনও মুখ্যমন্ত্রীর সঙ্গে কখনও দলের প্রচারে প্রথম সারিতে দেখা গিয়েছে মনজিৎকে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট করা ২টি ছবির একটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পিছনে শোভা পাচ্ছেন মনজিৎ গ্রেওয়াল। আরেকটি ছবিতে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে ব্যবসায়ীকে। টুইটে শুভেন্দুবাবু লিখেছেন, মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টা, যিনি ভবানীপুর উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দায়িত্ব সামলেছেন, ইডির প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর নাম রয়েছে। তাঁকে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী কি ব্যাখ্যা দেবেন? পার্থ চট্টোপাধ্যায়ের মতো কি তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন?

রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ অধ্যাপক সুকান্ত মজুমদার লিখেছেন, ‘ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি! শোনা যাচ্ছে কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিত সিং গেরেওয়াল। যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি। দুর্নীতিকে আশ্রয় না দিলে মাননীয়া দিদি কি হিন্দ শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন? ’

ইডির দাবি, দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া রোডের একটি সম্পত্তি গতকাল হাতবদল হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। সেই সম্পত্তি খাতায় কলমে মাত্র ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে।