বালিগঞ্জের পর গড়িয়াহাট, এবার টাকার পাহাড় উদ্ধার করল কলকাতা পুলিশ

বালিগঞ্জের পর কলকাতার গড়িয়াহাট থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির ৩ আরোহীকে আটক করেছে পুলিশ। ইডির টাকা উদ্ধারের পরই কলকাতা পুলিশের এই অভিযানে রহস্য দানা বেঁধেছে।

বুধবার সন্ধ্যায় বালিগঞ্জের গজরাজ টাওয়ারে তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। ইডির তরফে জানানো হয়েছে, এক মন্ত্রীর কয়লাপাচারের কালো টাকা সাদা করতে তাঁর হয়ে দক্ষিণ কলকাতার একটি সম্পত্তি কিনেছিলেন মনজিৎ গ্রেওয়ার নামে এক ব্যবসায়ী। সেই সম্পত্তির বিনিময়ে ৯ কোটি টাকা হাতবদল হয়। তার মধ্যে ১.৪ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে ইডি। বাকি টাকার খোঁজে রয়েছেন ইডির গোয়েন্দারা।

এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে গড়িয়াহাট থানা এলাকায় একটি গাড়ি থেকে ১ কোটি টাকা উদ্ধার করল পুলিশ। গড়িয়াহাট থানায় টাকা গোনার কাজ চলছে। টাকা কার কাছ থেকে কার কাছে যাচ্ছিল তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সঙ্গে এই টাকা উদ্ধারের সঙ্গে গতকাল ইডির তল্লাশির কোনও সম্পর্ক রয়েছে কি না সেই প্রশ্নও উঠছে।