মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত DIকে ধরে আনতে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি গাঙ্গুলি

মুখ্যমন্ত্রীর মঞ্চে উপস্থিত জেলা স্কুল পরিদর্শককে ধরে আনতে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার এমনই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট পেশ না করায় পুলিশকে এই নির্দেশ দেন তিনি। সঙ্গে প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রীর সভায় জেলা স্কুল পরিদর্শকের কী কাজ?

বৃহস্পতিবার দুপুরে হাওড়ার পাঁচলায় ছিল মুখ্যমন্ত্রীর ‘প্রশাসনিক সভা’ সেই সভায় হাজির ছিলেন হাওড়ার স্কুল পরিদর্শক। ওদিকে তখন কলকাতা হাইকোর্টে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের এজলাসে চলছিল গ্রুপ ডি মামলার শুনানি। ওই মামলায় আগেই হাওড়া ও বীরভূমের স্কুল পরিদর্শকদের রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু হাওড়ার স্কুল পরিদর্শক রিপোর্ট জমা দেননি। এর পরই আজকের মধ্যে স্কুল পরিদর্শককে আদালতে হাজির হতে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখন তাঁর আইনজীবী জানান, আজ হাজিরা দিতে সমস্যা আছে।

বিচারপতি জানতে চান, কী সমস্যা? তিনি কি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন? জবাবে আইনজীবী বলেন, না, উনি মুখ্যমন্ত্রী সভায় যোগদান করেছেন। ফলে আজ হাজিরা দিতে পারবেন না।

একথা শুনে আরও ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সভায় ডিআইয়ের কাজ কী? তিনি সেখানে কী করছেন? আজকেই হাজিরা দিতে হবে তাঁকে। নইলে পুলিশকে বলব তাঁকে ধরে আনতে।