Andhra Pradesh: তেলের ট্য়াঙ্ক পরিষ্কার করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত ৭, আহত বহু, অন্ধ্রপ্রদেশে চাঞ্চল্য

অন্ধ্রপ্রদেশে একটি তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসকষ্টের জেরে মৃত্যু হল ৭ জন কর্মীর। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। অসুস্থ অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের রাগামপেটা গ্রামে একটি কারখানায় তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, ভোজ্য তেলের কারখানায় ওই দুর্ঘটনা ঘটে যায়।

অন্ধ্রপ্রদেশের কাকানাড়ার জেলার পেদ্দাপুরমের জি রাগামপেটা এলাকায় আম্বাতি সুবান্না তেল করাখানা। সেখানেই তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে ওঠেন কয়েকজন শ্রমিক। আর সেই শ্রমিকরাই তেলের ট্যাঙ্কের ভিতর প্রবেশ করে তা পরিষ্কার করতে গিয়ে শ্বাসকষ্টের শিকার হন। ট্যাঙ্কে তাঁদের দমবন্ধ হয়ে আসে বলে অনুমান পুলিশের। আর দমবন্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওই তেলের ট্যাঙ্ক ২৪ ফুট গভীর। মৃত ৭ জনের মধ্যে ৫ জন পাদেরু আল্লুরি সীতামাতারাজু এলাকার বাসিন্দা। বাকি ২ জন পুলিমেরু গ্রামের বাসিন্দা। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা ভেচাঙ্গি কৃষ্ণ, ভেচাঙ্গি নরসিমহাম, ভেচাঙ্গি সাগর, কোরাতু বেঞ্জি বাবু, করি রামা রাও, প্রসাদ এবং কাত্তামুরি জগদীশ। ঘটনার খবর পেতেই পুলিশ সেখানে যায়। শুরু করে তদন্ত। 

ঘটনার খবরে আশপাশের সমস্ত গ্রামেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। এদিকে, নিহতদের পরিবারে স্বজনহারার কান্না দেখা যায়। অসুস্থ ব্যক্তিদের ঘিরে হাসপাতালে ভড় জমতে থাকে পরিজনের। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিশানায় রয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কারখানায় পরাকাঠামো ঠিক না থাকার ফলেই এই ঘটনা ঘটেছে। ফলে কারখানা কর্তৃপক্ষকে এর জবাবদিহি করতে হবে। জেলা প্রশাসনের একাধিক অফিসার ঘটনাস্থলে পৌঁছেছেন। আর তাঁরা আস্বাস দিয়েছেন সরকারের তরফে নির্দিষ্ট ক্ষতিপূরণ যাতে মেলে।