Bean bag dress: শুধু পোশাক নয়, এটা চেয়ারও, খাটও! এমনই আজব ‘বিন ব্যাগ’ এল বাজারে, দাম কত

আরামে সময় কাটাতে বা গড়িয়ে নিতে বিন ব্যাগের তুলনা হয় না। নরম তুলোয় ভর্তি বিন ব্যাগ অনেকেই বসার জন্য ব্যবহার করেন। এতে সেভাবে কোমরে ব্যথা হয় না‌। ইচ্ছেমতো বসার ভঙ্গিও পাল্টানো যায়। দরকার হলে এতে হালকা হেলান দিয়ে আরামও করে নেওয়া যায়। অনেকেই বাড়িতে এমন একটি বিন ব্যাগ রেখে দেন। পোষ্যদের শোওয়ার জন্যও বিন ব্যাগ ব্যবহার করেন অনেকে। শীতের সময় এইরকম ব্যাগ শরীর গরম রাখতে সাহায্য করে। ফলে পোষ্যেরও বেশ উপকার হয়।

এত আরামদায়ক যে ব্যাগ, তাকে কি আর কাছ ছাড়া করতে ভালো লাগে? সেই কথাই মাথায় রেখে জাপান পোশাক প্রস্তুতকারী সংস্থা তৈরি করল এক বিশেষ ধরনের পোশাক। বিন ব্যাগের মতো দেখতে পোশাকটি হাত ও মাথা গলিয়ে পরে ফেলা যাবে। এবারে সেটি সমেতই বসা থেকে শোওয়া যা ইচ্ছে করা যেতে পারে। পাশাপাশি চাইলে কাজও করা যেতে পারে। নয়া কায়দার এই পোশাক রীতিমতো ঝড় তুলেছে জাপানের সমাজমাধ্যমে। অনেকেই এটি পরে ছবি তুলছেন পোস্ট করছেন তাদের দেওয়ালে। কে কীভাবে এই পোশাকের সদব্যবহার করছেন তাও দেখা যাচ্ছে সেই পোস্টগুলিতে। বিন ব্যাগের উপর ল্যাপটপ রেখে আরামে অফিসের কাজ করছেন এক মহিলা, এমন ছবিও ভেসে ওঠে নেটদুনিয়ায়। আবার আপনার ইচ্ছে করলে কাজের ফাঁকে টুক করে পিছন দিকে হেলে ২ মিনিট ঝিমিয়েও নিতে পারেন‌।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রশ্নে বিন ব্যাগ পোশাক পরা এক ব্যক্তি জানাচ্ছেন, এই পোশাক পরার পর পেটের অংশটা একটু ভারি লাগছে। কিন্তু বেশ মজাই লাগছে।

বিশেষ ধরনের এই পোশাকটি তৈরি করেছে জাপানি পোশাক প্রস্তুতকারী সংস্থা তাকিকৌ সুইং। তাদেরই বিশেষভাবে পরিকল্পনা করা এই পোশাক। সংস্থার তরফে শোগো তাকিকায়া সংবাদ সংস্থাকে জানান, কুশন তৈরির পরিকল্পনা থেকেই প্রথম এটি মাথায় আসে। এই পোশাক পরলে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে আরাম করে নেওয়া যাবে। এমনকী অফিসেও কাজের ফাঁকে একটু জিরিয়ে নিতে পারবেন যে কেউ। পোশাকটি তৈরি করা হয়েছে আট থেকে আশি সবার জন্যই। ছোট থেকে বড়ো মোট তিনটি সাইজে বিন ব্যাগের পোশাক বাজারে নিয়ে এসেছে তাকিকৌ সংস্থা। ১২০ ডলারের বিনিময়ে যে কেউ কিনতে পারেন এই পোশাক, সঙ্গে থাকছে আরাম ফ্রি!

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup