বাংলা নিউজ > টুকিটাকি > Heart disease symptoms: পুরুষদের মধ্যে দ্রুত হারে বাড়ছে হৃদরোগের আশঙ্কা, কোন কোন লক্ষণে সতর্ক হবেন
Updated: 09 Feb 2023, 06:17 PM IST
Sanket Dhar
Heart disease symptoms that men should not avoid: আধুনিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে নানারকম রোগভোগও এখন জীবনের অঙ্গ। বর্তমানে পুরুষদের মধ্যে হৃদরোগের আশঙ্কা অনেকটাই। তাই কিছু লক্ষণ দেখা দিলে আগে থেকে সতর্ক হওয়া জরুরি।
1/6 আধুনিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে নানারকম রোগভোগও এখন জীবনের অঙ্গ। তেমনই হার্টের সমস্যাও বেড়ে চলেছে দিন দিন। বর্তমানে পুরুষদের মধ্যে হৃদরোগের আশঙ্কা অনেকটাই। তাই কিছু লক্ষণ এড়িয়ে না চলাই ভালো। (Freepik)
2/6 বুকে ব্যথা: বুকে ব্যথার সমস্যা এখন প্রায়ই দেখা যায়। তবে অনেকেই গ্যাসের ব্যথা বলে তা এড়িয়ে যান। এতে সমস্যা কিন্তু কমে না বরং বেড়ে যায়। কিছুদিন পরপর যদি বুকের কাছে ব্যথা হয়, তবে মোটেই তা গ্যাসের ব্যথা বলে এড়িয়ে যাবেন না। বরং সময় থাকতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। (Freepik)
3/6 বমি, পেটে ব্যথা ও হজমের গন্ডগোল: বমি ও পেটের ব্যথা অনেকসময় বুকে ব্যথার লক্ষণ হতে পারে। বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, সবার না হলেও কিছু কিছু মানুষেরল ক্ষেত্রে এই উপসর্গ দেখা দিতে পারে। (Freepik)
4/6 হাতে ব্যথা: বুকে ব্যথার অন্যতম লক্ষণ হল বাম হাতের ব্যথা। হৃদরোগ বা হার্টের সমস্যা দেখা দিলে প্রথমেই সে ব্যথা হাতের দিকে ছড়াতে থাকে। তাই কাঁধে বা বগলের কাছে ব্যথা হলে একেবারেই এড়িয়ে যাবেন না। (Freepik)
5/6 ক্লান্তি বা দুর্বলতা: ক্লান্ত বা দুর্বল লাগলে তাও হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের কথায়, হৃদপিন্ড ঠিকমতো রক্ত সঞ্চালন করতে না পারলে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায়। এতে ক্লান্তি বা দুর্বলতা বেড়ে যায়। (Freepik)
6/6 বুকের মাঝে ব্যথা: বুকের ঠিক মাঝখান জুড়ে ব্যথা ও ধীরে ধীরে সেই ব্যথা বাম কাঁধের দিকে ছড়িয়ে গেলে দ্রত সতর্ক হওয়া জরুরি। এমন ব্যথা হৃদরোগের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কাও থাকে। (Freepik)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে
অন্য গ্যালারিগুলি