IND vs AUS Live Score Updates Nagpur Playing 11 Ball by ball live updates 1st Test Border-Gavaskar Trophy India vs Australia live commentary

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Team India)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ (IND vs AUS) মানেই হাড্ডাহাড্ডি লড়াই, তারকাদের ছড়াছড়ি। উপরন্তু, এই সিরজের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। তাই এই সিরিজের গুরুত্ব আরও খানিকটা বেড়ে গিয়েছে। প্রথম টেস্টের আগে চর্চায় নাগপুরের পিচ।

যে পিচে বল ঘুরবে বলে পূর্বাভাস, সেখানে স্পিনার বাছা নিয়ে ধন্দে ভারতীয় দল। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা যে পিচে বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। বাঁহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরের জায়গা যাঁরা কাজে লাগাতে পারবেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারে ঠাসা দলের কাছে বাঁহাতি স্পিনার আতঙ্ক হতে পারে।

রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) খেলছেনই। আর অশ্বিনের জায়গাও নিশ্চিত। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, তৃতীয় স্পিনার হিসাবে কুলদীপ যাদবকে খেলানো উচিত। তাঁর মতে, ভারতকে যদি প্রথম দিন বল করতে হয় আর পিচ থেকে স্পিনাররা দারুণ টার্ন না পান, তাহলে কুলদীপ কব্জির মোচড়ে বাড়তি স্পিন আদায় করে নিতে পারবেন। চট্টগ্রামের পাটা পিচে যেরকম ঘূর্ণি আদায় করে নিয়েছিলেন চায়নাম্যান স্পিনার। সেই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। 

কোনও কোনও মহল থেকে অবশ্য অক্ষর পটেলকেও খেলানোর কথা বলা হচ্ছে। যেহেতু বাঁহাতি স্পিনাররা বাড়তি সুবিধা পেতে পারেন। জাডেজা-অশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার কে হবেন, সেটাই এখন ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে বড় প্রশ্ন।