সেঞ্চুরিয়ন: আজ থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Womens T20 Wold Cup 2023)। প্রথমবার যেখানে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল ট্রফি জয়ের লক্ষ্যে খেলতে নামবে, সেখানে ষষ্ঠবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল (Australia Womens Cricket Team)। এখনও পর্যন্ত পাঁচবার এই ট্রফি জিতেছে অজিরা। শেষবার ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। গত ২২টি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১বার হেরেছে অজিরা।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্য়তম শক্তিশালী ব্যাটিং বিভাগ। বিশেষ করে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর তো রয়েইছেন। তাছাড়া কিছুদিন আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন শেফালি ভার্মা। হার্ড হাটিং ব্যাটিংয়ের জন্য বিখ্যাত শেফালি। তাছাড়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের জন্য আত্মবিশ্বাসও ভরপুর থাকবে মহিলা দলের।
দলের বোলিং লাইন আপেও স্পিন ও পেসের ভারসাম্য রয়েছে। পেস বিভাগে রয়েছেন শিখা পাণ্ডে, যিনি মূলত নেতৃত্ব দেবেন। অন্যদিকে স্পিন বিভাগে দীপ্তি শর্মার দিকে তাকিয়ে থাকবে দল। ভারত টুর্নামেন্টে বি গ্রুপে রয়েছে। গ্রুপের অন্যান্য দল হল ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
একাই লড়লেন ময়ঙ্ক
রঞ্জি ট্রফির সেমিফাইনালে (Ranji Trophy) কর্নাটকের হয়ে একাই লড়লেন ময়ঙ্ক অগ্রবাল (Mayank Agarwal)। সৌরাষ্ট্রের বিরুদ্ধে গোটা সেমিফাইনালের ছবিটাই পাল্টে গেল ময়ঙ্কের অনবদ্য ইনিংসের জন্য (Sourashtra vs Karnataka)। প্রথম ইনিংসে ৪০৭ রান তুলেছে কর্নাটক। তার মধ্যে ময়ঙ্ক একাই দুশো! ৪২৯ বলে ২৪৯ রান করেন ময়ঙ্ক। তিনি রান আউট না হয়ে গেলে কর্নাটকের স্কোর আরও বাড়তে পারত।
ময়ঙ্কের পর কর্নাটকের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার এস শরথ। ৬৬ রান করেছেন তিনি। বাকিদের রান যথাক্রমে ৩, ৯, ১৮, ৭, ১৫, ২, ৬, ১৫ ও ১। দেবদত্ত পড়িক্কল, মণীশ পাণ্ডেদের মতো নামী ব্যাটার থাকা সত্ত্বেও। ময়ঙ্কের ইনিংস সাজানো ২৮টি চার ও ৬টি ছক্কা দিয়ে। সৌরাষ্ট্রের প্রথম ইনিংস শেষ হওয়ার পর ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে সৌরাষ্ট্র। দ্বিতীয় দিনের খেলার শেষে সৌরাষ্ট্রের স্কোর ৭৬/২। দুটি উইকেটই নিয়েছেন কাভেরাপ্পা। কর্নাটক এখনও ৩৩১ রানে এগিয়ে।
ভাল জায়গায় বাংলা
মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৩৮ রান তোলার পর দিনের শেষে প্রতিপক্ষকে ৫৬/২ করে দিয়েছে বাংলা। একটি করে উইকেট পেয়েছেন আকাশ দীপ ও ঈশান পোড়েল। এখনও ৪০২ রানের লিড বাংলার হাতে। এবং মধ্যপ্রদেশ শিবিরের শরীরী ভাষা বলছে, চাপে পড়ে গিয়েছেন গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ বাঁচানো অগ্নিপরীক্ষা হতে চলেছে হিমাংশু মন্ত্রী, বেঙ্কটেশ আইয়ারদের।
কলকাতা বইমেলায় উমরান
নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট ম্যাচ শুরু হল বৃহস্পতিবার। যে ম্যাচে তাঁকে খেলানোর হয়ে সওয়াল করছেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। অনেকের মনে হয়েছে, তাঁর গতির আগুনের সামনে ফেলা উচিত বিপক্ষ ব্যাটারদের।
উমরন মালিক (Umran Malik) অবশ্য টেস্ট দলে সুযোগ পাননি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে হয়তো শুধু সীমিত ওভারের ক্রিকেটেই ভাবছেন তাঁকে। আর ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার দিন জম্মু-কাশ্মীরের স্পিডস্টার আচমকা হাজির সল্ট লেকের সেন্ট্রাল পার্কে। কলকাতা বইমেলার ময়দানে।