LIVE News: আচমকাই কাজ করছে না ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার; সমস্যায় নেটিজেনরা

আচমকাই কাজ করছে না ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার

লাইভ আপডেটস

Abhijit Chowdhury

দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট রাখতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

আজ থেকে থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিকে আজ হাওড়ার পাঁচলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে। দুপুর নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা। হাওড়ার পাঁচলায় দুয়ারে সরকার কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আদানি গোষ্ঠী সম্পর্কিত বিতর্ক থামার নাম নেই। এদিকে দুর্যোগের ৭২ ঘণ্টা পরও তুরস্কে মৃত্যুমিছিল অব্যাহত। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট রাখতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।  

09 Feb 2023, 10:50:51 AM IST

মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা বিহারের আদালতে

হিন্দু ধর্মের বর্ণভেদ প্রথা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সংঘ প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে মামলা দায়ের হল বিহারের এক আদালতে। অভিযোগ, পণ্ডিতদের নিয়ে মন্তব্য করে ব্রাহ্মণদের অপমান করেছেন ভাগবত।

09 Feb 2023, 10:38:37 AM IST

দিল্লি হাইকোর্টে পিছোল কেষ্টর আবেদনের শুনানি

গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের আবেদনের শুনানি পিছিয়ে দিল দিল্লি হাইকোর্টে। বীরভূমের এই তৃণমূল নেতার আবেদনের শুনানির দিন বুধবার পিছিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী ১৭ মার্চ এই আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।

09 Feb 2023, 10:09:24 AM IST

ফেসবুক-ইনস্টাতে সমস্যার মুখোমুখি প্রায় ২০ হাজার

ডাউনডিটেক্টরের তরফে জানানো হয়েছে, একাধিক গ্লিচ রিপোর্ট আসছে মেটার দুটি প্ল্যাটফর্ম ফেসবুক ও ইন্সটাগ্রাম থেকে। ১২ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। অন্যদিকে, ইনস্টাগ্রামেও ৭ হাজারের বেশি ব্য়বহারকারী সমস্যার কথা জানিয়েছেন।

09 Feb 2023, 10:06:58 AM IST

ক্ষমা চাইল টুইটার

টুইটারে সমস্যার কথা স্বীকার করে ইলন মাস্কের সংস্থার তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, ‘টুইটার হয়ত সঠিকভাবে কাজ করছে না। এই সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। গোটা বিষয়টি সম্পর্কে আমরা অবগত এবং দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।’

09 Feb 2023, 10:04:46 AM IST

বিক্ষোভের মুখে সায়ন্তিকা

পঞ্চায়েত পরিদর্শনে গিয়ে গ্রাম পঞ্চায়েতের পরিষেবা নিয়ে এবার দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকালে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া শহর লাগোয়া বিকনা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান। সেখানেই এই ঘটনা ঘটে।

09 Feb 2023, 10:02:18 AM IST

বিশ্বজুড়ে হাজার হাজার নেটিজেনরা সমস্যায় পড়েছেন

গোটা বিশ্বজুড়ে হাজার হাজার নেটিজেনরা সমস্যায় পড়েছেন। আচমকাই কাজ করছে না ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা।

09 Feb 2023, 08:41:20 AM IST

অসমে ৩৩ লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার

অসমের নগাঁও জেলায় পুলিশ একটি জাল ভারতীয় নোটের র‌্যাকেট ফাঁস করেছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত জাল মুদ্রার অভিহিত মূল্য ৩৩ লক্ষ টাকার বেশি।

09 Feb 2023, 08:40:29 AM IST

শহরের বুক থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম

আগামী দিনে শহরের মাত্র দু’টি রুটে ট্রাম চালানো হবে। এই দুটি রুট হল খিদিরপুর-ধর্মতলা ও ধর্মতলা-শ্যামবাজার। পরিবহণ দফতর ও কলকাতা পুলিশের যুক্তি হল, পথ দুর্ঘটনা এড়াতে ট্রাম পরিষেবা কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

09 Feb 2023, 08:39:37 AM IST

মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন ভুল মামলায় রিপোর্ট চাইল HC

মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন ভুল মামলায় বিশেষজ্ঞ কমিটির মতামত চাইল কলকাতা হাইকোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মশিক্ষা বিষয়ের বিভাগীয় প্রধানকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছে রাজ্যের উচ্চ আদালত। হলফনামা আকারে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

09 Feb 2023, 08:38:06 AM IST

তাজপুর থেকে রঘুনাথপুর পর্যন্ত অর্থনৈতিক করিডর গড়ার পরিকল্পনা রাজ্যের

তাজপুর থেকে রঘুনাথপুর পর্যন্ত এলাকা জুড়ে অর্থনৈতিক করিডর গড়ে তোলার পরিকল্পনা করতে রাজ্য সরকার। তাজপুর বন্দরকে হাতিয়ার করে এই এলাকায় শিল্পের খাস তালুক গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। শিল্প টানতে মরিয়া রাজ্য সরকারের জন্য এটিই তুরুপের তাস হতে পারে।

09 Feb 2023, 08:36:07 AM IST

Tripura Election: ত্রিপুরার জন্য দলের ইশতেহার প্রকাশ করবেন নড্ডা

আগরতলায় মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রার্থনা করার পরে বিজেপি সভাপতি জেপি নড্ডা আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য দলের ইশতেহার প্রকাশ করবেন।

09 Feb 2023, 08:34:12 AM IST

DA Arrear: ডিএ মেটানোর দাবিতে শুক্রবার বিধানসভা অভিযান

বকেয়া ডিএ মেটানোর দাবিতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে। দুপুর দুটোয় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েতের পর কেন্দ্রীয় হারে ডিএ প্রদান এবং সমস্ত শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগের জন্য বিধানসভা অভিযান শুরু হবে। সেইসঙ্গে রাজ্যপালকে স্মারকলিপি জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

09 Feb 2023, 08:34:13 AM IST

Dearness Allowance: সোমবার সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে পূর্ণদিবস কর্মবিরতি

বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আগামী সোমবার সংগ্রামী যৌথমঞ্চের নেতৃত্বে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত জায়গায় সোমবার পূর্ণদিবস কর্মবিরতির পালন করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

09 Feb 2023, 08:34:13 AM IST

6th Pay Commission: ডিএ-র দাবিতে ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত

মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে রাজ্য সরকারকে চাপে ফেলতে একাধিক কর্মসূচি নিতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী ১৩ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি, ১৭ ফেব্রুয়ারি বিধানসভা অভিযান এবং মার্চে আরও বড় আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

09 Feb 2023, 08:13:01 AM IST

আদানির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা

বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য ফারাক্কায় বেআইনিভাবে জমি দখল করেছে আদানি গোষ্ঠী। এই অভিযোগ তুলে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় সব পক্ষকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। মামলকারীদের অভিযোগ, বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য হাইটেনশন বিদ্যুতের তার নিয়ে যাচ্ছে আদানি গোষ্ঠী। এর ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

09 Feb 2023, 08:13:02 AM IST

আদানি কাণ্ডে SBI, LIC-র অবস্থা কেমন?

আদানি গ্রুপের সংস্থাগুলিতে বিনিয়োগ ও ঋণ রয়েছে LIC ও SBI-এর। আর সেটাই হয়ে দাঁড়িয়েছে বহু মানুষের চিন্তার বিষয়। হিন্ডেনবার্গ রিপোর্টের পর LIC ও SBI ঠিক কতটা সুরক্ষিত অবস্থানে রয়েছে, তাই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, আদানি গোষ্ঠীর স্টকে ধস নামতেই পারে। কিন্তু এখনও মোটা লাভেই রয়েছে LIC-র বিনিয়োগ। LIC যখন আদানি গোষ্ঠীর শেয়ার কিনেছিল, তার ক্রয়মূল্য যা ছিল, তার থেকেও বেশি দরেই রয়েছে শেয়ারগুলি। ফলে এখনই ভয়ের কিছুই নেই। অন্যদিকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে SBI-ও। ভারতের বৃহত্তম ব্যাঙ্ক জানিয়েছে, আদানি গ্রুপের কোম্পানিগুলিতে তাদের ঋণের এক্সপোজার মোট ঋণের মাত্র ০.৯০ শতাংশ। আপদকালীন পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইলে ৯-১০ মাসের মধ্যে আদানি গোষ্ঠীতে তাদের ঋণের টাকা পুনরুদ্ধার করে নিতে পারবে।

09 Feb 2023, 08:13:02 AM IST

আগাম ঋণ শোধের বড় সিদ্ধান্ত আদানির

২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যেই ১.১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ আগেভাগে মিটিয়ে রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন করণ আদানি। এর মাধ্যমে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের ঋণ অনুপাত সংশোধন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। একটি রেকর্ডেড ভিডিয়ো মেসেজে করণ আদানি বলেন, তাঁদের সংস্থা মোট ঋণ পরিশোধের বিষয়ে পরিকল্পনা করছে। এই ৫,০০০ কোটি টাকা তাই সময়ের আগেই মিটিয়ে দেওয়া হবে। এই ঋণের প্রিপেমেন্টের মাধ্যমে সংস্থাগুলিতে বন্ধক হিসাবে রাখা শেয়ারও ছাড়াতে পারবে তারা।

09 Feb 2023, 08:13:02 AM IST

আজ দুয়ারে সরকার করমসূচির উদ্বোধন করবেন মমতা

আজ থেকে থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। এদিকে আজ হাওড়ার পাঁচলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে। দুপুর নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা। হাওড়ার পাঁচলায় দুয়ারে সরকার কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

09 Feb 2023, 08:13:02 AM IST

 বর্ধমান স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে বেশ কয়েকদিন

বর্ধমান স্টেশনের কাছে ভেঙে ফেলা হচ্ছে পুরনো ওভারব্রিজ। সে কারণেই ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন। 

09 Feb 2023, 08:13:03 AM IST

ঝাড়খণ্ডের প্রতারণা চক্র চিনার পার্কের হোটেলে

চিনার পার্কের গেস্ট হাউসে ঝাড়খণ্ডের প্রতারণা চক্রের খোঁজ পেল পুলিশ। সেই জালচক্রের পরদা ফাঁস করতে অভিযান চালালে গতরাতে ছুরি নিয়ে পুলিশের উপর হামলা টালায় দুষ্কৃতীরা। পরে গ্রেফতার হয় আফতাব মল্লিক সরথ নামে এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়ি দেওঘরে।

09 Feb 2023, 08:13:03 AM IST

কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগে বাংলায় আসছে CAG

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ জানিয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে অডিটের অনুরোধ করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকায় বাংলায় মিড ডে মিল পায় ছাত্রছাত্রীরা।

09 Feb 2023, 08:13:03 AM IST

তুরস্করে ভূমিকম্পে মৃত বেড়ে ১৫ হাজার

সোমবারে তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজারেরও বেশি। আহত ৩৫ হাজারেরও বেশি। আশঙ্কা করা হচ্ছে, যদি উদ্ধারকাজ আরও দ্রুত গতিতে করা সম্ভব না হয়, তবে মৃতের সংখ্যা ২০ হাজারের কাছাকাছি পৌঁছতে পারে।

09 Feb 2023, 08:13:03 AM IST

বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার সাঁটা কাণ্ডে রিপোর্ট জমা পুলিশের

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার সাঁটার ঘটনায় একাধিক ছাপাখানায় হানা দিয়ে অবশেষে রিপোর্ট জমা দিল পুলিশ। বুধবার হাই কোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের বৃহত্তর বেঞ্চে মামলাটির শুনানি হয়।

09 Feb 2023, 08:13:03 AM IST

সল্টলেক ও কল্যাণীর জমি লিজের নিয়ম বদলাতে পারে

সল্টলেক ও কল্যাণীতেও জমির ৯৯৯ বছরের লিজের নিয়ম খারিজ করে মালিকানার ভিত্তিতে জমি বিক্রির নিয়ম আনতে চলেছে কেন্দ্র। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে বিধানসভার চলতি অধিবেশনেই বিল আসতে পারে বলে নগরোন্নয়ন দফতর সূত্রের খবর।

09 Feb 2023, 08:13:04 AM IST

বালিগঞ্জের ব্যবসায়ীর বাড়িতে ১০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি

বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা গতকাল উদ্ধার করলেন ১.৪ কোটি টাকা নগদ। টানা ১০ ঘণ্টা তল্লাশি চলে সেই ব্যবসায়ীর বাড়িতে। বিক্রম শিকারিয়া নামে ওই ব্যবসায়ী শাসকদল ঘনিষ্ঠ বলে জামা গিয়েছে। 

বন্ধ করুন