Rahul Dravid will turn this Indian team around, you have to give him time, says Sourav Ganguly

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ব্যাটার হিসেবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) অবদান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তবে টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ হিসেবে ‘দ্য ওয়াল’-এর (The Wall) পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। তাঁর আমলে ঘরের মাঠে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। এমনকি গত বছর ইংল্যান্ডে গিয়েও সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ পকেটে পুরেছে ভারত। তবে আইসিসি ইভেন্ট (ICC T20 World Cup 2022), এশিয়া কাপ (Asia Cup 2022) ও বিদেশে ‘মেন ইন ব্লু’ ব্রিগেডের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। এমন প্রেক্ষাপটে ৯ ফেব্রুয়ারি থেকে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy 2023) খেলতে নামবে ভারতীয় দল। ঘরের মাঠে এই কঠিন সিরিজ জিতলে সব ঠিক থাকবে, কিন্তু প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (Australia) সিরিজ জিতলেই কিন্তু, ‘দ্য ওয়াল’-এর কোচিং নিয়ে ফের ঝড় উঠবে। যদিও এমন পরিস্থিতিতেও তাঁর পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

একটি অনুষ্ঠানে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা হলে বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিলে রাহুল কিন্তু খুব ভালো কাজ করেছে। দল সেমি ফাইনালে গিয়েছিল। রাহুল মাত্র এক বছর কোচিং করালো। আমার মতে ওকে আরও সময় দেওয়া উচিত। এক বছরে কোনও কোচকে বিচার করা উচিত নয়। মনে রাখবেন শুভমন গিল ও সূর্য কুমার যাদবের উত্থান কিন্তু রাহুলের আমলেই হয়েছে। তাছাড়া আরও কিছু উন্নতি দেখা গিয়েছে। তাই রাহুলের উপর ভরসা রাখা উচিত।” 

আরও পড়ুন: Rishabh Pant, Border-Gavaskar Trophy 2023: কেমন আছেন ঋষভ পন্থ? নিজেই জানালেন গতবার অজি বধের নায়ক

আরও পড়ুন: Cheteshwar Pujara, Border-Gavaskar Trophy 2023: অভিজ্ঞ পূজারার বদলে আনকোরা সূর্যে ভরসা! প্রাক্তন জাতীয় নির্বাচকের টুইট ঘরে তীব্র চাঞ্চল্য!

সৌরভ তাঁর পুরনো সতীর্থের পাশে দাঁড়ালেও, কঠিন সিরিজে কোচ রাহুলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ২০২১ সালের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। প্রথম টেস্ট জিতলেও, সিরিজ হেরে যায় টিম ইন্ডিয়া। এরপর একদিনের সিরিজও ৩-০ ব্যবধানে হেরে যায় কে এল রাহুলের দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)