Ravichandran Ashwin becomes fastest Team India bowler to pick 450 Test wickets, overtakes Anil Kumble and became first Asian cricketer to complete Test double of 3000 runs and 450 wickets

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে ঘূর্ণি পিচে তিনি চ্যাম্পিয়ন। সেটা ফের একবার বুঝিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেটের মালিক হয়ে গেলেন টিম ইন্ডিয়ার (Team India) এই অভিজ্ঞ অফ স্পিনার। তাও আবার ভারতের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ছাপিয়ে গেলেন অনিল কুম্বলেকে (Anil Kumble)। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টেই দাপট দেখান অশ্বিন। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম ইনিংসে নিলেন ৪২ রানে ৩ উইকেট। একইসঙ্গে এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবেও ৩০০০ রান ও ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডে নাম লেখালেন তিনি। 

উইকেটকিপার অ্যালেক্স ক্যারেকে (Alex Carey) ফেরানোর সঙ্গেই নজির গড়ে ফেলেন অশ্বিন। ৮৯তম টেস্টে ৪৫০ উইকেট নিলেন অশ্বিন। টপকে গেলেন প্রাক্তন লেগ স্পিনার কুম্বলেকে, যিনি ৯৩তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সবার আগে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralidaran)। তিনি ৮০তম ম্যাচে ৪৫০ উইকেট পেয়েছিলেন। 

আরও পড়ুন: Ravindra Jadeja | BGT 2023: ফাইভস্টার কামব্যাক ‘রকস্টার’-এর, জাদেজা জুজুতে ক্যাঙারুরা শেষ ১৭৭ রানে

আরও পড়ুন: KS Bharat | BGT 2023: অভিষেকের পরেই মায়ের বুকে সন্তান! মহাযুদ্ধের আবহে নেটিজেনদের চোখে ভিজল

এদিন প্যাট কামিন্স (Pat Cummins) ও স্কট বোল্যান্ডকেও (Scott Boland) আউট করেন তিনি। তবে শুধু অশ্বিন নন, প্রায় পাঁচ মাস পরে কামব্যাক করে বাইশ গজ কাঁপিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। জাড্ডুর বোলিং ফিগার ২২-৮-৪৭-৫। ফলে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় ক্যাঙারু বাহিনী। 

এছাড়া এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০০ রান ও ৪৫০টি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন তিনি। তবে শুধু এশিয়ার নয়, ক্রিকেট দুনিয়ার তিন নম্বর ক্রিকেটার হিসেবে এমন নজির গড়লেন তিনি। এর আগে এই নজির গড়েছিলেন প্রয়াত শেন ওয়ার্ন (Shane Warne) ও স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)