Rohit Sharma shows frustration after KL Rahul loose dismissal

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে টিম ইন্ডিয়া (Team India)। তবুও রোহিত শর্মার (Rohit Sharma) রাগ কমছে না। লেখা ভালো একেবারে খেপে লাল অধিনায়ক! কিন্তু কেন? কার উপর রেগে গেলেন ‘হিটম্যান’। আসলে দিনের একেবারে শেষ দিকে কে এল রাহুলের (KL Rahul) আউট হওয়ার ধরন দেখে বেজায় বিরক্ত তিনি। রাহুল নিজের উইকেট ছুড়ে দিতেই হতাশা প্রকাশ করেন রোহিত। এরপর কে এল রাহুল যখন সাজঘরে ফিরে যাচ্ছেন, তখন তাঁর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ছিলেন রোহিত। বেশ বোঝা যাচ্ছিল যে, দলের ওপেনারের এভাবে আউট হওয়া তিনি একেবারেই মেনে নিতে পারেননি। তবে শুধু রোহিত নন, কে এল রাহুলের আউট হওয়ার ধরন দেখে রেগে গিয়েছেন একাধিক নেটিজেন। এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া। 

ভারতীয় ইনিংসে তখন ২২.৫ ওভারের খেলা চলছে। নবাগত টড মারফির (Todd Murphy) একটা নির্বিষ ডেলিভারিকে কব্জির মোচড়ে লেগের দিকে ফ্লিক খেলতে চেয়েছিলেন কে এল রাহুল। কিন্তু মিস টাইম হওয়ার জন্য লোপ্পা ক্যাচ চলে যায় বোলারের হাতেই। ৭৬ রানের মাথায় ১ উইকেট হারায় ভারতীয় দল। কে এল রাহুল নিজেও শুরুটা বেশ ভালোই করেছিলেন। তবে ৭১ বলে ২০ রানে তিনি থামতে বাধ্য হন। মেরেছিলেন ১টি মাত্র চার। এরপর নিজের দোষে উইকেট ছুড়ে আসার জন্যই তাঁকে ফিরতে হয়েছিল। এবং জুটেছিল অধিনায়কের বকুনি। রোহিত তাঁর আবেগ চেপে রাখতে পারেননি।  

কে এল রাহুল ফিরে যাওয়ার আগে ভারতীয় দল বেশ দাপটের সঙ্গে স্কোরকার্ডকে সচল রাখছিল। মারকুটে মেজাজে ব্যাট করে ১৫তম অর্ধ শতরান সেরে ফেলেন রোহিত। শেষ পর্যন্ত ৬৯ বলে ৫৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। মেরেছেন ৯টি চার ও ১টি ছক্কা। সঙ্গে ক্রিজে রয়েছেন নাইট ওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন। ফলে ১ উইকেটে ৭৭ রান তোলার সুবাদে, টিম ইন্ডিয়া মাত্র ১০০ রানে পিছিয়ে রয়েছে। 

আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: ‘স্যর জাদেজা’-র কামব্যাকের রহস্য কী? জানলে চোখ কপালে উঠবে!

আরও পড়ুন: Ranji Trophy Semi Final 2023, BEN vs MP: মনোজ-অভিষেকের দাপটের পর পেসারদের জোড়া ধাক্কায় ব্যাকফুটে মধ্যপ্রদেশ

এমন পারফরম্যান্সের পরেও কাঠগড়ায় কে এল রাহুল। সোশ্যাল মিডিয়ায় দলের সহ অধিনায়ককে নিয়ে মিমের ছড়াছড়ি। কারণ শুধু এই টেস্ট নয়, গত কয়েকটি টেস্টেই কে এল রাহুলের রানের খরা চলছে। এমনকি অন্য দুই ফরম্যাটেও বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। তবুও কে এল রাহুলের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে এতকিছুর পরেও কে এল রাহুলের ব্যাটে বড় রানের দেখা নেই। 

২০২১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারত। সেঞ্চুরিয়ানে আয়োজিত সেই টেস্টে ১২৩ রান করেছিলেন কে এল রাহুল। এরপর থেকে ৬ টেস্টের ১০ ইনিংসে তাঁর ব্যাট শতরান দেখেনি। স্বভাবতই সমালোচনার ঝড় তো বইবেই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)