Accident: গাড়ি উড়ে গিয়ে ঢুকে গেল বাড়়ির ভেতরে, হাড়হিম দুর্ঘটনা কোচবিহারে

একেবারে হাড়হিম ঘটনা কোচবিহারে। বেপরোয়াভাবে চলা একটি গাড়ি কোচবিহার শহরের বাইপাস ধরে যাওয়ার সময় তার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির মধ্যে ঢুকে যায়। ভয়াবহ ঘটনা। গতি এতটাই ছিল যে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। এমনকী রেলিং টপকে পরপর দুটি বাড়ির মধ্যে ঢুকে যায় গাড়িটি। বাড়ির মধ্য়ে এক বৃদ্ধা ঘুমিয়ে ছিলেন। তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। তাঁকে এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাড়িটি এক চিকিৎসকের বলে জানা গিয়েছে। গাড়িটি উলটে যাওয়ায় গাড়ির আরোহী ও চালকও জখম হয়েছেন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডের উপর দিয়ে তোর্সা নদীর বাঁধের উপর দিয়ে একটি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল। শহরের যানজট কমানোর জন্য এই রাস্তাটি করা হয়। তবে রাজবাড়ির পেছনের ওই রাস্তাটি বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে। সেই রাস্তা দিয়েই বেপরোয়াভাবে গাড়ি চালানো হচছিল বলে খবর। এমনকী চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না সেটাও দেখা হচ্ছে। গাড়িটি প্রচন্ড গতিতে গিয়ে বাড়ি দুটির মধ্যে পরপর ঢুকে যায়।

প্রচন্ড শব্দে বাসিন্দারা ছুটে আসেন। পরে পুলিশও আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই রাস্তার দুদিকে প্রচুর বাড়ি রয়েছে। এমনকী ঝুপড়ি ঘরও রয়েছে এলাকায়। রাস্তার পাশে রেলিং রয়েছে কিছু জায়গায়। গতি নিয়ন্ত্রণ করার জন্য সেই জায়গায় একাধিক বোর্ডও টাঙানো হয়েছে। কিন্তু সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বাইক রেসিংও চলে পুরোদমে। পুলিশ এনিয়ে মাঝেমধ্যেই ব্যবস্থা নেয়। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয় নি এদিনের ঘটনাতেই সেটা পরিষ্কার। এদিকে ওই রাস্তার ধারে যারা বসবাস করেন তাদের কপালেও চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। বাসিন্দাদের দাবি, গাড়ির গতি নিয়ন্ত্রণ করা দরকার। না হলে আগামীদিনে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনা খতিয়ে দেখছে। ওই বৃদ্ধার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। কোন পরিস্থিতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এভাবে বাড়ির মধ্যে ঢুকে গেল তা নিয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ। তবে এর আগে কোচবিহারের সাগরদিঘিতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে জলের মধ্যে পড়ে গিয়েছিল।