Justice TS Sivagnanamঅসহায়দের আইনি সাহায্য আরও সহজে,‘ভরসা’কে হাইকোর্টের পাশে আনলেন বিচারপতি শিবজ্ঞানম

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে তৈরি হয়েছিল সংগঠন ‘ভরসা’। সংস্থার উদ্দেশ্য হল অসহায়দের আইনি সহায়তা দেওয়া। এত দিন পর্যন্ত সংস্থার দফতর বাইপাশ সংলগ্ন কসবা এলাকায়। সেই সংস্থার দফতরকে কলকাতা হাইকোর্টের পাশে নগর দেওয়ানি আদালত চত্ত্বরে নিয়ে এলেন ভাবী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ‘ভরসা’-র দফতর হল নগর দেওয়ানি আদালতে।

ধর্ষণের শিকার, অ্যাসিড আক্রান্ত, গার্হস্থ্য হিংসার শিকার মাদকাসক্তদের মতো ভুক্তভোগী আইনি সাহায্য দেয় ‘ভরসা’। কসবার টেগোর পার্কে একটি হোটেলের নীচে ছিল সংস্থার অফিস। কিন্তু সেখানে পরিষেবা নিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল ভুক্তভোগীদের। সস্প্রতি সেই অফিসে গিয়ে এই অসুবিধার কথা জানতে পারেন বিচারপতি শিবজ্ঞানম। সেই সময় তিনি ‘ভরসা’র অফিস স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। যখন তিনি এই সিদ্ধান্ত নেন তখনও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে তাঁর নাম সুপারিশ করেনি।

শুক্রবার নগর দেওয়ানি আদালতে ‘ভরসা’র অফিস উদ্বোধন করলেন বিচারপতি। এই অনুষ্ঠানে হাইকোর্টের একাধিক বিচারপতি উপস্থিত ছিলেন। সংস্থার অফিস থেকে নিগৃহীতরা অভিযোগ দায়ের করতে পারবেন। সংস্থার অফিসে সহায়তার জন্য আসা ব্যক্তিদের আলাদা আইডি কার্ড দেওয়া হবে। পাপাশাশি চিকিৎসা সংক্রান্ত সাহায্যও করা হবে। তাছাড়া ‘ভরসা’র অফিস কলকাতা হাইকোর্টের সংলগ্ন হওয়ায় নিগৃহীতদের আদালতে যাতায়াতের সুবিধা হবে।