Ranji Trophy Semifinal: Bengal Ended Day 3 With Lead Of 327 Runs Against Madhya Pradesh At Holkar Stadium In Indore

ইনদওর: প্রায় ৯ বছর আগে যে মাঠে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল, ইনদওরের সেই হোলকার স্টেডিয়ামে শাপমোচনের পথে বাংলা (Ben vs MP)। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে চালকের আসনে মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিনের শেষে ৩২৭ রানের বিশাল লিড বাংলার পকেটে। হাতে এখনও রয়েছে ৮ উইকেট। সব কিছু ঠিকঠাক চললে এখান থেকে বাংলার ফাইনালে ওঠা কার্যত সময়ের অপেক্ষা।

রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের তৃতীয় দিনও বাংলার হাতে ম্যাচের রাশ। মধ্যপ্রদেশের প্রথম ইনিংস মাত্র ১৭০ রানে গুটিয়ে দিল বাংলা (Ben vs MP)। পেয়ে গেল ২৬৮ রানের বিরাট লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৫৯/২। কর্ণ লাল ১৯ রান করে ও অভিমন্যু ঈশ্বরণ ১৭ রান করে ফিরে গিয়েছেন। তবে ৩৯/২ হয়ে যাওয়ার পর বাংলাকে টানছেন প্রথম ইনিংসের দুই নায়ক অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি। অনুষ্টুপ ৯ রানে ও সুদীপ ঘরামি ১২ রানে ক্রিজে আছেন। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা মাথায় রেখেও কেউ কেউ বলছেন, অন্তত সাড়ে চারশো রানের লিড নিলে সরাসরি ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে বাংলার।

মধ্যপ্রদেশ গতবারের চ্যাম্পিয়ন। তার ওপর খেলা হচ্ছে রজত পতিদারদের ঘরের মাঠে। ইনদওরের হোলকার স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে সুবিধাজনক জায়গায় থাকার কথা চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেদের। তবে ম্যাচের ফাঁকে বাংলা শিবির উজ্জীবিত বিশেষ একজনের ফোনে। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক ফোন করে বাংলার সেমিফাইনালের হালহকিকত নিয়ে খোঁজ খবর নিয়েছেন। যা বাংলার ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করে তুলেছে।          

বাংলার ক্রিকেট ম্যাচের সব খবর সব সময় রাখেন সৌরভ। সূত্রের খবর, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লকে ফোন করেছিলেন তিনি। ম্যাচের উইকেট এবং ম্যাচ সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে খোঁজ খবর নেন।‌ কিছু মূল্যবান পরামর্শ দেন বলেও খবর।             

ম্যাচের রাশ বাংলার হাতে। বাংলার ৪৩৮ রানের জবাবে মাত্র ১৭০ রানে অল আউট চন্দ্রকান্ত পন্ডিতের ছেলেরা। বল হাতে বাংলার নায়ক আকাশ দীপ (Akash Deep)। ডানহাতি পেসার একাই নিলেন ৫ উইকেট। প্রথম ইনিংসে আগুন ঝরিয়ে পাঁচ উইকেট নিলেন আকাশদীপ। তাঁর বোলিং পরিসংখ্যান ঈর্ষণীয়। ১৮-৩-৪২-৫।  বাংলার ডানহাতি ফাস্ট বোলারের ধাক্কায় বেসামাল গতবারের চ্যাম্পিয়ন দল। আকাশদীপকে যোগ্য সঙ্গত করলেন মুকেশ কুমার, ঈশান পোড়েল। ২ উইকেট নিয়ে মধ্যপ্রদেশের ব্যাটিং ভাঙতে সাহায্য করলেন শাহবাজ আমেদও।                

আরও পড়ুন: কলকাতা বইমেলায় তারকা অতিথি, মেলার মাঠে হাজির স্পিডস্টার উমরন