ভুবনেশ্বর: ৭৬তম সন্তোষ ট্রফিতে তৈরি হচ্ছে ইতিহাস। প্রথমবার সন্তোষ ট্রফির (Santosh Trophy 2023) আসর বসতে চলেছে বিদেশের মাটিতে। বৃহস্পতিবারই ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়, সন্তোষ ট্রফির দুই সেমিফাইনাল ও ফাইনাল রিয়াধের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে (King Fahd International Stadium) আয়োজিত হবে। ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত দুই সেমিফাইনাল ও ফাইনাল আয়োজিত হবে।
রিয়াধে সেমিফাইনাল
ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ (Shaji Prabhakaran) ও ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অভিজিৎ পাল বৃহস্পতিবার ভুবনেশ্বরের সন্তোষ ট্রফির উদ্বোধনের সময়ই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। প্রভাকরণ জানান ফেডারেশন এবং সৌদি আরব ফুটবল ফেডারেশনের মধ্যে এক আলোচনাসভার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রভাকরণ বলেন, ‘এটা ভারতীয় ফুটবলের জন্য একটা দারুণ খবর। চারটি দল যারা সেমিফাইনালে নিজেদের স্থান পাকা করবে, তারা সন্তোষ ট্রফির খেতাব জয়ের জন্য় সৌদি আরবে লড়াই করবে। সন্তোষ ট্রফিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি সৌদি ফেডারেশনকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমি ওড়িশা সরকারকেও ১২ দলের সন্তোষ ট্রফি আয়োজন করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে চাই। ওড়িশা সরকার খেলাধুলোর উন্নতির জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন যার থেকে ফুটবলও লাভবান হয়েছে।’
টুর্নামেন্টের বিবরণ
সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডের ম্যাচগুলি ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত হবে। ফাইনাল রাউন্ডে ১২টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। রাউন্ড রবিন ফর্ম্যাটে এই ম্যাচগুলি আয়োজিত হবে। দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। এই বারই প্রথমবার বিদেশের মাটিতে সন্তোষ ট্রফি আয়োজিত হবে।
এটিকে মোহনবাগানের ড্র
আইএসএলে (ISL) ফের পয়েন্ট নষ্ট করল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ইস্পাতনগরী থেকে এক পয়েন্টের বেশি নিয়ে ফিরতে পারছে না তারা। লিগ টেবলের দশ নম্বরে থাকা দল জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও জিততে পারল না তারা। চলতি লিগের তৃতীয় গোলশূন্য ম্যাচ খেলে আপাতত ১৭ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে চার নম্বরে উঠে এল সবুজ-মেরুন বাহিনী। জামশেদপুর রয়ে গেল দশেই।
বৃহস্পতিবার দুই দলই দিশাহীন ফুটবল খেলে। অসংখ্য ভুল পাস করেন দু’পক্ষের ফুটবলাররাই। ম্যাচের শেষ দিকে দুই দলই একে অপরের বিরুদ্ধে সাতটি করে গোলে শট নিলেও একটিও জালে জড়াতে পারেনি দুই গোলকিপারের জন্য। জামশেদপুরের টি পি রেহনেশ ও এটিকে মোহনবাগানের বিশাল কায়েথ সাতটি করে সেভ করায় দুই দলকেই এ দিন এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়তে হয়।
আরও পড়ুন: বল করার আগে আঙুলে কি লাগিয়েছিলেন জাডেজা? ভিডিও নিয়ে তোলপাড়