বাংলা নিউজ > টুকিটাকি > Teddy Day 2023 history: টেডি ডে-তে সঙ্গীকে টেডি দেওয়ার রীতি, কেন জানেন? দিনটির নেপথ্যে আছে মজার গল্প
Updated: 10 Feb 2023, 08:30 AM IST
Sanket Dhar
Teddy Day 2023 know the history of the day: ভ্যালেনটাইনস সপ্তাহের ১০ ফেব্রুয়ারি টেডি ডে। দিনটি কীভাবে শুরু হয়েছিল জানেন? এর পিছনের গল্পটি কিন্তু বেশ মজার।
1/6 ভ্যালেনটাইনস সপ্তাহের চতুর্থ দিন হল টেডি ডে। ভালোবাসার মানুষকে এই দিন টেডি দিয়ে মনের উষ্ণতা জানানোর দিন। বড়দের পাশাপাশি ছোটদেরও বেশ প্রিয় এই বেয়ার। টেডি উপহার হিসেবে জনপ্রিয় হয় গত শতাব্দীর গোড়ায়। এর পিছনের গল্পটি কিন্তু বেশ মজার। (Freepik)
2/6 ১৯০২ সালে মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট শিকারে বেরিয়েছিলেন। মিসিসিপির ও লুসিয়ানিয়ার সীমান্ত নিয়ে তখন সমস্যা চলছে। তার মধ্যেই শিকারযাত্রা। অনেক খুঁজেও সেদিন মিসিসিপিতে ভালো লিকার পাননি তিনি। এদিকে রাইফেল হাতে অস্থির হচ্ছে মন। (Freepik)
3/6 প্রেসিডেন্টকে খুশি করতে সাঙ্গপাঙ্গরা শেষ পর্যন্ত একটি কালো ভাল্লুকের ছানাকে ধরে আনে। গাছের গুঁড়িতে তাকে বেঁধে প্রেসিডেন্টকে খবর দিলে তিনি ছুটে আসেন। (Freepik)
4/6 কিন্তু মিষ্টি ভাল্লুককে দেখে গুলি চালানোর ইচ্ছে আর হয়নি। ছোট্ট ছানাটিকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই একটি কার্টুন আঁকেন ওয়াশিংটনের বিখ্যাত কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান। নাম ‘ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি’। (Freepik)
5/6 তবে খদ্দেরদের চোখে পড়তেই তা কেনার বায়না করেন অনেকে। মিচম অনুমতি নিতে ছুটে যান রুজভেল্টের কাছে। এরপরেই জন্ম হল টেডি বেয়ারের। ১৯০৩ সালে আইডিয়াল টয় কোম্পানি তৈরির পর বাকি ইতিহাস! (Freepik)
6/6 সেই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়েছিলেন ব্রুকলিনের এক খেলনার দোকানের মালিক মরিস মিচম। তিনি নিজেই একটি মিষ্টি টেডি বানিয়ে ফেলেন। দোকানে এমনি সাজিয়ে রাখাই ছিল সেটি। সঙ্গে ছিল বেরিম্যানের আঁকা কার্টুনটিও। (Freepik)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে
অন্য গ্যালারিগুলি