Transperson Gives Birth: সন্তানের জন্ম দিলেন জাহাদ, অনন্য নজির গড়ে অভিভাবক হলেন কেরলের রূপান্তরকামী যুগল

পুরুষ হিসাবে জন্মেও মা হলেও কেরলের রুপান্তরকামী। কেরলের রূপান্তরকামী যুগল জিয়া এবং জাহাদ পাভাল সন্তানের অভিভাবক হলেন। ২৩ বছর বয়সি রূপান্তরিত পুরুষ জাহাদ আগেই ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। বুধবার সকালে ভূমিষ্ঠ হয় তাঁর সন্তান। নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাতটির হাতের ছবি পোস্ট করেন জাহাদ। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের স্বপ্নের ধ্বনি কানে এল। দু’চোখ বেয়ে আনন্দের অশ্রু নেমে আসছে। সকল শুভাকাঙ্ক্ষীর শুভেচ্ছায়, প্রার্থনায় কোনও সমস্যা ছাড়াই আমাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ জানানোর ভাষা নেই আমাদের কাছে।’

এর আগে সোশ্যাল মিডিয়ায় জাহাদ এবং জিয়া জানিয়েছিলেন, জন্মসূত্রে যে লিঙ্গপরিচয় তাঁরা পেয়েছিলেন, তাঁদের মন সেই পরিচয়ে খুশি ছিল না। তাঁরা লিঙ্গবদল করতে চাইতেন। কিন্তু তার পাশাপাশি দু’জনেরই ইচ্ছা ছিল বাবা-মা হওয়ার। ৩ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। হরমোন থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা। তবে সন্তানের বাবা-মা হওয়ার তাগিদে থেরাপি বন্ধ রাখেন তাঁরা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিয়া জানিয়েছিলেন, রূপান্তরকামীরাও যে সাধারণ নিয়মেই অভিভাবক হতে পারেন, সেটাই সবা সামনে তুলে ধরতে চেয়েছিলেন তাঁরা।

জাহাদ নারী-শরীর নিয়ে জন্মেছিলেন, কিন্তু তিনি চাইতেন বাবা হতে। আর জিয়া পেয়েছিলেন পুরুষ শরীর। তিনি হতে চাইতেন নারী এবং একই সঙ্গে মা। জন্মসূত্রে যেহেতু জাহাদ পেয়েছিলেন নারী শরীর, তাই এক্ষেত্রে গর্ভধারণও করেন তিনি। অভিভাবক হতে পেরে জাহাদ এবং জিয়া দু’জনেই আপ্লুত। সোশ্যাল মিডিয়ায় জাহাদ এবং জিয়ার ছবি ভাইরাল হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরেই। সদ্যজাত সন্তানেরও ছবি পোস্ট করেছেন যুগল। তবে শিশুটি ছেলে না মেয়ে সেই সম্পর্কে এখনই বিস্তারিত কোনও তথ্য তাঁরা দিতে চাননি।