জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার লাল বলের ক্রিকেটে ব্যর্থ বিরাট কোহলি (Virat KOhli)। যে ঘূর্ণি পিচে রোহিত শর্মা (Rohit Sharma) দাপট দেখিয়ে শতরান করলেন। নাগপুরের (Nagpur) বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের (Vidarbha Cricket Stadium) বাইশ গজে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক অস্ট্রেলিয়ার (Australia) বোলারদের ছাল ছাড়িয়ে দিচ্ছেন, সেই পিচে দাঁড়াতেই পারলেন না ‘কিং কোহলি’ (King Kohli)। চলতি বছরের শুরুটা বেশ ভালোই করেছিলেন ভারতের মহাতারকা। তবে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) শুরুটা কিন্তু একেবারেই ভালো হল না। প্রথম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের পরেই টড মার্ফির (Todd Murphy) নির্বিষ স্পিনে আউট হয়ে যান বিরাট। স্বভাবতই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
ভারতের রান তখন ৩ উইকেটে ১৫১ রান। ঠিক সেই সময় ‘বিরাট পতন’। প্রথম টেস্ট খেলতে নামা অফ স্পিনার মার্ফি এর আগে কে এল রাহুল (KL Rahul), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) ফিরিয়েছেন। তবে বিরাটও তাঁর স্পিনে বধ হবেন কে জানত! দুটি চার মেরে ভালোই শুরু করেছিলেন। তবে ৫২.১ ওভারে ঘটল ছন্দপতন। মার্ফি লেগ স্টাম্পের বাইরে যাওয়া একটি বলে ফ্লিক করতে গিয়েছিলেন। কিন্তু সেই বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির (Alex Carey) হাতে জমা হয়ে যায়। দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ লুফে নেন অজি কিপার। ২৬ বলে ১২ রানে ফিরে যান বিরাট। স্বভাবতই সেলিব্রেশনে মেতে ওঠে প্যাট কামিন্সের দল।
— CricTracker (@Cricketracker) February 10, 2023
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 10, 2023
আরও পড়ুন: Rohit Sharma, BGT 2023: দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান, কার সঙ্গে রোহিতের তুলনা করলেন রবি শাস্ত্রী?
আরও পড়ুন: Ravindra Jadeja Controversy, BGT 2023: মলম বিতর্কে জাদেজার পাশে থেকে মাইকেল ভনকে ধুয়ে দিলেন রবি শাস্ত্রী
১০৫ টেস্টে এখনও পর্যন্ত ৮১৩১ রান করা বিরাটের সেরা পারফরম্যান্স কিন্তু অজিদের বিরুদ্ধেই। এরমধ্যে ২১টি টেস্টের ৩৭টি ইনিংসে করেছেন ১৬৯৪ রান। গড় ৪৭.০৫। সঙ্গে রয়েছে পাঁচটি অর্ধ শতরান ও সাতটি শতরান। ২০১৪ সালে মেলবোর্নে করেছিলেন সর্বোচ্চ ১৬৯। তবে একইসঙ্গে অজিদের বিরুদ্ধে এবার খেলতে নামার আগে, তাঁর শেষ টেস্ট ম্যাচে দলের ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার জ্বালাও রয়েছে। তাই চলতি সিরিজে তিনি পারফর্ম করেন সেটা দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট দুনিয়া। তবে এবারও বিরাট ব্যর্থ হলেন।
(@wajahat_ashraf_) February 10, 2023
Since his last Test century, at home, Kohli has managed scores of 11, 72, 0, 62, 27, 0, 0, 36, 45, 23, 13, and 12. He has tallied 301 runs in 12 innings at an average of 25.08. He has three scores of ducks. #ViratKohli
— Rajdeep Saha (@Journalist_RD) February 10, 2023
২০১৮-১৯ মরসুমে ঘরের মাঠে বর্ডার গাভাসকর ট্রফিতে সফল হয়েছিলেন বিরাট। সেবার ৪টি টেস্টের ৭টি ইনিংসে করেছিলেন ২৮২ রান। সর্বোচ্চ ১২৩। গড় ৪০.২৮। স্ট্রাইক রেট ৪১.২২। সেই সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছিল একটি মাত্র শতরান। তবে এর আগে ২০১৬-১৭ মরসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি ‘কিং কোহলি’। ৩টি টেস্টের ৫টি ইনিংসে মাত্র ৪৬ রান করেছিলেন। গড় মাত্র ৯.২০। স্ট্রাইক রেট ৪৪.২৩। সর্বোচ্চ মাত্র ১৫।
আর তিনি যে ২০১৯ সালে শেষবার টেস্টে শতরান করেছিলেন সেটা সবাই জানে। ইডেন গার্ডেন্সে আয়োজিত গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৯৪ বলে ১৩৬ রান করেছিলেন বিরাট। এরপর থেকে তাঁর ব্যাট থেকে তিন অংকের রান অধরা। সেই অধরা মাধুরী কি বিরাট চলতি সিরিজের বাকি ইনিংসে ধরতে পারবেন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)