মলম লাগিয়ে জরিমানা গুনলেন জাদেজা | BD24Live.com

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ৬ মাসের অপেক্ষার শেষে ফের জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আর ফিরে এসেই ব্যাট-বল হাতে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন।তবে দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার গ্রহণের পর দুঃসংবাদ শুনতে হয়েছে জাদেজাকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন হাতের আঙুলে শুশ্রুষার জন্য ক্রিম ব্যবহার করে বড় অংকের জরিমানা গুনলেন এই ভারতীয় অলরাউন্ডার।ম্যাচ চলাকালীন এভাবে ক্রিম ব্যবহার করা ক্রিকেটীয় স্পিরিটের বিরুদ্ধে বলেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে জাদেজাকে। এছাড়াও এর মাধ্যকে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২০ ধারা ভাঙার কারণে এই ক্রিকেটারকে ১ ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

এর আগে, ২০২২ সালের এশিয়া কাপ চলাকালীন হাঁটুর চোটে পড়ে ক্রিকেটের বাইরে চলে যান জাদেজা। এরপর অস্ত্রোপচার করে পুনর্বাসন শেষে পাঁচ মাস পরে রঞ্জি ট্রফি দিয়ে ক্রিকেটে ফেরেন এই ক্রিকেটার। অবশেষে ছয় মাস পর ঘরের মাঠ নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলের জার্সিতে ফেরেন জাদেজা।

আর এবার ফিরে এসেই বল হাতে প্রথম ইনিংসে মাত্র ৪৭ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে অজিদের ১৭৭ রানে গুঁড়িয়ে দেন এই বাঁহাতি স্পিনার। ব্যাট হাতে নেমে খেলেন ৭০ রানের কার্যকরী এক ইনিংসে। যার ফলে ভারতও ৪০০ রানের স্কোর তোলে। অজিদের দ্বিতীয় ইনিংসে আবারও ২ উইকেট তুলে নেন জাদেজা। ম্যাচে ৭০ রান এবং ৭ উইকেট তুলে নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান এই ক্রিকেটার।

জানা যায়, ম্যাচ চলাকালীন জাদেজা তার বাম হাতের তর্জনীতে ব্যথানাশক অয়েনমেন্ট ব্যবহার করেন। টিভি পর্দায় দেখা যায় সতীর্থ মোহাম্মদ সিরাজের কাছ থেকে নিয়ে জাদেজা এই অয়েনমেন্ট ব্যবহার করছেন। বোলিং হাতে এই অয়েনমেন্ট ব্যবহার করা ক্রিকেটীয় স্পিরিটের অপরিপন্থী বলেই এই শাস্তি পেয়েছেন জাদেজা।জাদেজার ভালো-খারাপের দিনে অজিদের ইনিংস এবং ১৩২ রানে হারিয়েছে ভারত। দলটি ৪ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

রেজানুল/সা.এ