১০ স্বর্ণের বার ফেলে পালালেন কারবারি

চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সীপুর সীমান্তে চোরাচালানের সময় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক। 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদার মুন্সীপুর সীমান্তের সরদারপাড়ায় অভিযান চালায় বিজিবি। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এসময় স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট ফেলে দৌঁড়ে পালান ওই ব্যক্তি। পরে প্যাকেটগুলো থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ১ কেজি ১০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ ৯৭০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। এই ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।