Border-Gavaskar Trophy: ধরমশালা থেকে সরতে পারে বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট

<p style="text-align: justify;"><strong>ধরমশালা:</strong> বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল ধরমশালায় (Dharmshala)। কিন্তু সূত্রের খবর, সেই ম্যাচটি ধরমশালা (Dharmshala) থেকে সরতে পারে। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ধরমশালা টেস্ট। তবে বিসিসিআই অন্য মাঠে খেলা আয়োজনের কথা ভাবছে। কারণ ধরমশালা স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী না বলে মনে করা হচ্ছে।</p>
<p style="text-align: justify;">বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। কিছুদিনের মধ্যেই বিসিসিআইয়ের তদন্তকারী দল মাঠ পরিদর্শনে আসবেন। এরপরই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যাক আপ ভেনু হিসেবে রয়েছে পুণে, রাজকোট, বিশাখাপত্তনম ও ইন্দোর। গত ফেব্রুয়ারিতে শেষবার <a title="শ্রীলঙ্কা" href="https://bengali.abplive.com/topic/sri-lanka-economic-crisis" data-type="interlinkingkeywords">শ্রীলঙ্কা</a>র বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ছিল শেষবার এই মাঠে কোনও ক্রিকেটের আসর।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>