CAG Report on Expired Meds: আয়ুষ্মান ভারতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া নিয়ে শোরগোল, CAG রিপোর্টের জবাব CGHS-র

দিনের পর দিন আয়ুষ্মান ভারতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ক্যাগ রিপোর্টে। আর তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। এই নিয়ে এবার মুখ খুলল সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কর্তারা। ক্যাগের অভিযোগ উঠছে, ৫২ হাজার ৫৭৭ পরিবারকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে আয়ুষ্মান ভারতের অধীনে। কলকাতাতেও এমন বহু ভুক্তভোগী রোগী রয়েছেন বলে অভিযোগ। উল্লেখ্য, শহরের প্রায় তিন লক্ষ রোগী কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গ্রহণ করে ওষুধ কেনেন। এই নিয়ে সিজিএইচএস দাবি করেছে, ওষুধের মেয়াদ লেখার সময় ভুল হয়েছে।

ক্যাগ রিপোর্ট নিয়ে শোরগোল পড়তেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কর্তারা জানিয়েছেন, ওষুধের মেয়াদ লেখার সময় ভুল হয়েছে। তাতেই এই বিপত্তি। তবে বিষয়ের সঙ্গে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, সরকারি কর্তাদের এহেন ‘অজুহাত’ উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, দেশে মাত্র ১৭টি কেসে এমন টাইপো বা ছাপা সংক্রান্ত ভুল মিলেছে। বাকি ঘটনাগুলিতে এমন কোনও ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, সিজিএইচএস লিখিতভাবে ভুলও স্বীকার করেছে ইতিমধ্যেই।

ক্যাগের রিপোর্টে নাকি বলা হয়েছে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সিজিএইচএস-এর তরফে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি করেছে কয়েক হাজার পরিবারকে। ল্যাব পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে। জানা যায়, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা যে ওষুধ বিনামূল্যে পান তা গবেষণাগারে পাঠিয়েছিল ক্যাগ। সেই ল্যাবের রিপোর্ট থেকেই নাকি এমন তথ্য জানা যাচ্ছে। অভিযোগ, সব মিলিয়ে ২ কোটি ৫৭ লক্ষ ২৬ হাজার ৭১ টাকা মূল্যের মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলি করা হয়েছে।