ISL 2023: Mumbai City FC Clinch League Shield With Win Over FC Goa

গোয়া: মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে কার্যত উড়ে গেল এফসি গোয়া। আট গোলের ম্যাচে ৫-৩ স্কোরলাইনে জয় পেল মুম্বই সিটি। এই জয়ের ফলেই আইএসএলের (ISL 2023) লিগ শিল্ড নিজেদের নামে করে নিল ডেস বাকিংহ্যামের মুম্বই সিটি। দুই ম্যাচ বাকি থাকতেই ৪৬ পয়েন্ট নিয়ে শিল্ড জিতল মুম্বই সিটি। এই নিয়ে দ্বিতীয়বার শিল্ড জিতল মুম্বই।

নতুন রেকর্ড

দুইয়ে থাকা হায়দরাবাদ সিটি এফসি মুম্বইয়ের থেকে এক ম্যাচ কম খেললেও ১০ পয়েন্টে পিছিয়ে থাকায় লিগ শিল্ড মুম্বইয়ের দখলে এল। প্রসঙ্গত, এই ম্যাচে পাঁচ গোল করেই এক মরসুমে গোয়ার সর্বোচ্চ ৫১ গোল করার রেকর্ড ভেঙে গিল মুম্বই। এখনও অন্তত চার ম্যাচ খেলবে মুম্বই। তাই আশা করাই যায় মুম্বই আরও এগিয়ে যাবে। তবে ম্য়াচে জয় পেতে মুম্বইকে কিন্তু লড়াই করতে হয়।

ম্যাচের বিবরণ

শুরুতেই পাঁচ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে নোয়া সাদাওই বল পান। তিনি তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে এক অনবদ্য গোল করে গোয়াকে এগিয়ে দেন। অবশ্য ম্যাচের ১৮ মিনিটে আরেক ফ্রি-কিক থেকেই সমতা ফেরায় মুম্বই। গ্রেগ স্টুয়ার্ট গোল করেন। প্রথমার্ধ শেষের ঠিক আগেই দুই দলের আক্রমণভাগই আবার জেগে উঠে। ৪০ মিনিটে জর্জ পেরেইরা ডিয়াজ মুম্বইকে প্রথমবার ম্যাচে এগিয়ে দেন। ৪২ মিনিটে সাদাওইয়ের পাস থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেজ গোয়ার হয়ে সমতা ফেরান। তবে চার মিনিটের ব্যবধানে তৃতীয় গোলটি করে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মুম্বইকে আরও একবার লিড এনে দেন স্টুয়ার্ট।

ম্য়াচের দ্বিতীয়ার্ধে মুম্বই দলের রক্ষণ মজবুত করায় গোয়ার আক্রমণ কিছুটা প্রতিহতই হয়। ৭১ মিনিটে আনোয়ার আলির ভুলে পেনাল্টি পায় মুম্বই। আইল্যান্ডার্সদের হয়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন চাঙটে। ম্যাচের ৭৭ মিনিটে আবারও একবার গোয়ার জালে বল জড়ায় মুম্বই। এক্ষেত্রে কর্ণার থেকে মুর্তাদা ফলের হেডার থেকে বিক্রম সিংহ বল পান এবং তিনি গোল করে মুম্বইয়ের পক্ষে স্কোর ৫-২ করেন। ম্যাচের ৮৪ মিনিটে ব্রিসন ফার্নান্ডেজ গোয়ার হয়ে আরেকটি গোল শোধ করেন বটে। তবে সান্ত্বনাই ছিল বটে। ম্যাচ জিতে লিগ শিল্ড জিতে নেয় মুম্বই।

আরও পড়ুন: সেঞ্চুরি করলেই জয়, টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার কাছে পয়মন্ত রোহিত?