Ravindra Jadeja | BGT 2023: ‘ওরা বিমানে উঠেই পিচ দেখে নিয়েছিল’! ক্যাঙারু রোস্টের পর তৃপ্ত জাদেজার চরম বিদ্রুপ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy, BGT 2023) শুরুতেই দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) ভারতীয় স্পিনাররা আড়াই দিনে খেলা শেষ করে, ভারতকে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারানোর নেপথ্যের অন্যতম কারিগর রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করে নিজের জাত চিনিয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ফাইফার-সহ সাত উইকেট নেওয়ার সঙ্গেই ব্যাট হাতে ৭০ রান করেছেন ‘রকস্টার’।  ম্যাচের সেরা হয়েছেন স্বাভাবিক ভাবেই।

সেই চেনা স্পিন জুজুতেই অস্ট্রেলিয়ার শেষ হয়ে গেল নাগপুরে। ‘ডক্টর্ড পিচ’ ওরফে ভারত নিজেদের সুবিধা মতো পিচ বানিয়েছে বলে প্যাট কামিন্সের দল যে কাঁদুনি গান গেয়েছিল, তা ছিল আসলে তাদের স্পিন খেলতে না পারার চেনা অসুখ, তা ফের একবার গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়ে গেল। ক্যাঙারু রোস্টের পর তৃপ্ত জাদেজার চরম বিদ্রুপ করলেন প্রতিপক্ষকে। পিচ ইস্যুতে ধুয়ে দিলেন।

আরও পড়ুনRavindra Jadeja | BGT 2023: আম্পায়ারকে অন্ধকারে রেখেই হল কাল, আইসিসি-র বিচারে অপরাধী ম্যাচের সেরাই!

জাদেজা ম্যাচের পর বলেন, ‘আমার মনে হয় ওরা বিমানে উঠেই পিচ দেখে নিয়েছিল। পিচ কীরকম হবে বা না হবে বুঝে গিয়েছিল। এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেন স্পিন হবে। কিন্তু সেরকম স্পিন হয়নি। ওরা অনেক বেশি সোজা বলে আউট হয়েছে। আমরাও সোজা বলে এলবিডব্লিউ হয়েছি। ভারতে আসলে এটা হবেই। আমরা দলের শক্তি বুঝেই খেলব। আমাদের জোরা বোলাররাও ভালো। তবে ভারতে স্পিনাররা বেশি ম্যাচ জেতায়। তারা উইকেট পায়। তাহলে কেন আমরা শক্তি অনুযায়ী খেলব না। দল হিসাবে সকলেরই আত্মবিশ্বাস তুঙ্গে। কারণ সব ব্যাটারই অবদান রেখেছে। তিন স্পিনারই উইকেট পেয়েছে। দ্বিতীয় ইনিংসে অক্ষর সেভাবে বল করার সুযোগ পায়নি। অ্যাশ (অশ্বিনই) কাজটা সেরে দিয়েছে। সবাই ভালো বল করেছে। দলে অবদান রেখেছে। ইনিংস ও এত বড় মার্জিনে জেতার পর আত্মবিশ্বাস এমনই বেড়ে যায়। আগামী ম্যাচগুলিতে ওদের ওপর চাপ থাকবে। ওরা বুঝুক কীভাবে স্পিন খেলবে।’

এরপর দুই দেশে ১৭-২১ ফেব্রুয়ারি দিল্লিতে খেলবে দ্বিতীয় টেস্ট। ১-৫ মার্চ, তৃতীয় টেস্ট হবে ধরমশালায়। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে। বলাই বাহুল্য প্রথম টেস্ট জিতে ভারত বাড়তি অক্সিজেন পেয়ে গেল। ভারতের মাটিতে গত ১৪ বছরে মাত্র একটি টেস্ট জিতেছে অজিরা। তবে ১৭ বছরের খরা কাটিয়ে এবার ভারত থেকে ট্রফি নিয়ে ফিরতে মরিয়া প্যাট কামিন্সরা। এই কথা দিনের আলোর মতো ফের পরিষ্কার হয়ে গেল যে, অস্ট্রেলিয়ার কাছে জুজু ভারতের স্পিনই।
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)