কালীঘাটে পদ্ম ফোটেনি বলে অসভ্যতা করছে শুভেন্দু: কার্তিক বন্দ্যোপাধ্যায়

বালিগঞ্জে টাকা উদ্ধার কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী মনজিৎ গ্রেওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ করে আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা। তার পালটা মুখ খুললেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুবাবুর সঙ্গে অভিযুক্ত মনজিতের ছবি প্রকাশ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, মনজিৎ আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেল? কালীঘাটে পদ্ম ফোটাতে পারেনি বলেই শুভেন্দু এসব করছে।

কার্তিকবাবু বলেন, আমার সঙ্গে মনজিতের পরিচয় দীর্ঘদিনের। শুভেন্দুবাবুর সঙ্গেও তো মনজিতের ছবি রয়েছে। তখন তিনি ভালো ছিলেন, এখন খারাপ হয়ে গেলেন? বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় গজরাজ গ্রুপ নামে একটি নির্মাণ সংস্থার দফতর থেকে ১ কোটি ৪০ লক্ষ নগদ উদ্ধার করেন ইডির গোয়েন্দারা। এর পর প্রেস বিবৃতিতে ইডির তরফে জানানো হয়। এই টাকা উদ্ধারের সঙ্গে মনজিৎ গ্রেওয়াল নামে এক ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে। একটি সম্পত্তি লেনদেনের টাকার একাংশ পাওয়া গিয়েছে গজরাজ গ্রুপের দফতরে। যার সঙ্গে প্রভাবশালীর যোগ রয়েছে।

এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনজিৎ গ্রেওয়ালের ছবি প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, মনজিৎ গ্রেওয়াল তৃণমূলের হিন্দি সেলের প্রধান। প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী ওনাকে হিন্দি শেখানোর জন্য নিযুক্ত করেছিলেন?