পরে বদল হতে পারে জানিয়ে তড়িঘড়ি গ্রুপ ডির ১৪৪৪ জনের ওয়েটিং লিস্ট প্রকাশ করল SSC

আদালতের নির্দেশে গ্রুপ ডির চাকরি থেকে ১৯১১ জনকে বহিষ্কারের পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতে শূন্যপদে ওয়েটিং লিস্ট প্রকাশ করতে বাধ্য হল SSC. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৪৪৪ জনের ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে SSC-র তরফে। তবে এই ওয়েটিং লিস্টে রদবদলের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গত শুক্রবার গ্রুপ ডিতে নম্বর কারচুপি করে নিয়োগ পাওয়া ১৯১১ জনকে চাকরি থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে SSC. সেদিনই শূন্যপদে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে SSC-কে ৩ সপ্তাহ সময় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে SSC-র তরফে জানানো হয়েছিল, গ্রুপ ডির ওয়েটিং লিস্টেও নম্বর কারচুপি করা প্রার্থী রয়েছে। তখন বিচারপতি জানান, তাদের তালিকা থেকে বাদ দিয়েই নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।

এরই মধ্যে রবিবার সকালে তড়িঘড়ি ১৪৪৪ জনের ওয়েটিং লিস্ট প্রকাশ করে দিল SSC. অবশেষে ওয়েটিং লিস্ট প্রকাশিত হওয়ায় খুশি চাকরিপ্রার্থীরা। তবে অযোগ্যদের চিহ্নিত করে এই তালিকা প্রকাশিত হলে বিভ্রান্তির সুযোগ থাকত না বলে মনে করছেন তাঁরা।

ওদিকে SSC-র তরফে জানানো হয়েছে, এই তালিকা চূড়ান্ত নয়। এতে রদবদল হতে পারে।

আদালতে SSC জানায় গ্রুপ ডিতে ২৮২৩ জনের নম্বরে কারচুপি হয়েছে। তার মধ্যে ১৯১১ জন নিয়োগপত্র পেয়েছেন। অর্থাৎ কারচুপি হয়েছে কিন্তু নিয়োগপত্র পাননি এমন প্রার্থীর সংখ্যা ৯১২। এদের মধ্যে অনেকেই ওয়েটিং লিস্টে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এখন আদালতে SSC এব্যাপারে কী জানায় সেদিকে নজর থাকবে চাকরিপ্রার্থীদের।