বাংলায় পরিবর্তন আসবেই, পূর্বস্থলীর সভা থেকে বললেন জে পি নড্ডা

পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে বিজেপির জনসভায় যোগ দিয়ে রাজ্যে ফের পরিবর্তনের ডাক দিলেন দলের সভাপতি জে পি নড্ডা। এদিন তিনি অভিযোগে করেন, সাধারণ মানুষের সমস্যার সমাধানে একের পর এক প্রকল্প ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই প্রকল্প নিজের নামে চালাচ্ছে তৃণমূল। 

এদিন নড্ডা বলেন, ‘তৃণমূল বাংলাকে অশান্ত করতে চাইছে। এই জনসভার ভিড় বলে দিচ্ছে বাংলায় পরিবর্তন হবেই। এখানে জঙ্গলরাজ চলছে। অত্যাচার ও অপশাসন থেকে মুক্তি চায় বাংলা।’

তিনি বলেন, ‘দেশের গরিবের জন্য ঘর দিচ্ছেন মোদীজি। আর সেই প্রকল্পে এক টাকাও না দিয়ে নিজের নামে চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।’ জে পি নড্ডা মনে করান, কলকাতা মেট্রোর জন্য ১০০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাওড়া – নিউ জলপাইগুড়ির মধ্যে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। 

এদিন নড্ডা প্রশ্ন তোলেন, দিদি আপনার নাম তো মমতা। আপনি নির্মমতা হয়ে গেলেন কী করে? তিনি বলেন, আজ বাংলা যা ভাবে তা কাল গোটা ভারত ভাবে। এই বাংলাতেই জন্ম হয়েছিল জনসংঘের প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আজ তাঁর পদাঙ্ক অনুসরণ করছে গোটা দেশ। 

বলে রাখি, এই নিয়ে এক মাসের মধ্যে ২ বার রাজ্যে এলেন জে পি নড্ডা। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।