কেপটাউন: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে আজ খেলতে নামছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। প্রথম ম্য়াচে নামার আগে কিছুটা চিন্তা রয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্কে। স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, ২ মূল তারকার চোট পাকিস্তান ম্যাচের আগে কিছুটা চিন্তায় রাখবে ভারতকে।
আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কাদের ম্যাচ?
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত বনাম পাকিস্তান
কোথায় খেলা?
টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটি নিউল্যান্ডসের কেপটাউনে হবে
কখন শুরু?
খেলাটি শুরু হবে সন্ধে ৬.৩০টা থেকে। তার ৩০ মিনিট আগে টস হবে
কোথায় দেখবেন?
স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিডি স্পোর্টসে
অনলাইনে দেখবেন কীভাবে?
মোবাইল ফোনে ডিজনি প্লাস হটস্টার ও জিও টিভি অ্যাপে সরাসরি দেখা যাবে ম্যাচ
শুরু হয়ে গিয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team )। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচের আগেই কিছুটা চিন্তার ভাঁজ ভারতীয় থিঙ্কট্য়াঙ্কে। আগামীকালের ম্যাচে অনিশ্চিত স্মৃতি মন্ধানা। এর আগে কাঁধের চোটের জন্য প্রথম ম্যাচে অনিশ্চিতের তালিকায় ছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। এবার স্মৃতির নামও যুক্ত হল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন হরমনপ্রীত। আগামীকালের ম্যাচে হয়ত তিনি খেলবেন না, এটাই নিশ্চিত। এবার স্মৃতিও ছিটকে যেতে পারেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের সময় দেখা গিয়েছে যে স্মৃতির আঙুলে ব্যান্ডেজ রয়েছে।
অস্ট্রেলিয়াকে হারিয়ে
ম্যাচের পর অস্ট্রেলিয়ার কাটা ঘায়ে যেন নুনের ছিটে দিলেন রোহিত। বললেন, ‘গত কয়েক বছর ধরে যে ধরনের পিচে আমরা খেলছি, তাতে রান করার জন্যে আগে থেকে কিছু পরিকল্পনা করে রাখতে হবে। আমি মুম্বইয়ে খেলে বড় হয়েছি। ওখানকার পিচে বল ভালই ঘোরে। তাই রান করতে গেলে ফুটওয়ার্ক ঠিক রাখতে হবে। রান করার জন্য সঠিক বলের অপেক্ষা করতে হবে। আলাদা কিছু করার চেষ্টা করে বিপক্ষের বোলারদের চাপে রাখতে হবে। এমন কিছু করা উচিত যেটা আপনি পারেন। সেটা স্যুইপ হতে পারে, রিভার্স স্যুইপ হতে পারে।’
অস্ট্রেলিয়াকে ইনিংস ও ১৩২ রানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত (Ind vs Aus)। আড়াই দিনে টেস্ট জিতে নিল টিম ইন্ডিয়া। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়ে।