R Madhavan Son Vedaant Madhavan Wins 5 Gold 2 Silver Medals Khelo India Winter Games 2023

নয়াদিল্লি: বাবা রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেতা। চাইলেই বাবার দেখানো পথেই হেঁটে জনপ্রিয়তা কুড়োতে পারতেন। স্টারকিড হওয়ার সুযোগও নিতে পারতেন। কিন্তু তিনি অন্য ধাতুতে গড়া। তাই রুপোলি জগতের মোহ থেকে দূরে সরে গিয়ে সাঁতারে নিজের জাত চেনাচ্ছে আর মাধবনের ছেলে ভেদান্ত মাধবন (Vedant Madhavan)। কাশ্মীরের (Kashmir) গুলমার্গে খেলাে ইন্ডিয়ার (Khelo India Winter Games) উইন্টার গেমস থেকে মোট সাতটি পদক জিতেছে। ছেলের সাফল্যে বেজায় খুশি মাধবন। নিজের ইনস্টাগ্রামে ছেলের ছবি নিয়ে পোস্টও করেছেন তিনি। 

 


এর আগে জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বেদান্ত। পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি। ছেলের সাফল্য ভাগ করে নিলেন ট্যুইটারে বলি অভিনেতা।

একের পর এক সাফল্য পেয়েই যাচ্ছেন বেদান্ত। এর আগে কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেন সুইমিং ২০২০-এ রুপোর পদক জেতেন তিনি। পুরুষদের ৮০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতে নিয়েছে বেদান্ত। ২০২১ সালে বেঙ্গালুরুতে হওয়া ‘৪৭ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস’-এ  এই সাঁতারু মোট চারটি রুপোর পদক জিতেছিল। ঝুলিতে ছিল আরও তিনটি ব্রোঞ্জের পদকও। এর আগে সাঁতারে এর আগেও সে পদক জিতেছে। ২০২১ সালে বেঙ্গালুরুতে হওয়া ‘৪৭ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস’-এ ১৬ বছর বয়সী এই সাঁতারু মোট চারটি রুপোর পদক জিতেছিল। ঝুলিতে ছিল আরও তিনটি ব্রোঞ্জের পদকও।

এর আগে এক সাক্ষাৎকারে বেদান্ত বলেছিলেন তাঁর লক্ষ্যের কথা। তিনি জানিয়েছিলেন, ”আমি আমার বাবার ছায়ায় থাকতে চাইনি। আমি নিজের জন্য একটি নাম করতে চেয়েছিলাম। আমি শুধু আর মাধবনের ছেলে হতে চাইনি।” 

বেদান্তের বাবা আর মাধবন একজন দক্ষ অভিনেতা। থ্রি ইডিয়টস-এ যাঁর অভিনয় আলোড়ন ফেলেছিল। দক্ষিণ ভারতের এহেন জনপ্রিয় অভিনেতা স্ত্রী সরিতা। মহারাষ্ট্রে কমিউনিকেশন ও পাবলিক স্পিকিং-এর একটি ওয়ার্কশপে স্ত্রী সরিতা বিরজে-র সঙ্গে পরিচয় মাধবনের। এক আত্মীয়ের সুপারিশে মাধবনের ক্লাসে যোগ দিয়েছিলেন সরিতা।

আরও পড়ুন: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু হরমনপ্রীতদের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?