Road Accident: শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, পুলিশ–জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্র এলাকা

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির অম্বিকানগর। এই তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে হামলার মুখে পড়তে হল পুলিশকে। উত্তেজিত জনতার আক্রমণে এক পুলিশকর্মীর মাথা ফেটেছে বলে খবর। ট্রাক–মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। আর আহত হয়েছেন দু’‌জন। এই ঘটনা ঘিরে শনিবার সকালে তুলকালাম কাণ্ড বাধল রাস্তায়। যুবকের মৃত্যু হওয়ার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ট্রাকে আগুন জ্বালিয়ে দেন।

ঠিক কী ঘটেছে জলপাইগুড়িতে?‌ স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির এনজেপি থানা এলাকার অম্বিকানগর বাজার থেকে কিছুটা দূরে একটি মোটরবাইকে ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরবাইক আরোহীর। মোটরবাইকে থাকা আরও দুই যুবক গুরুতর জখম হয়েছেন। এই পরিস্থিতিতে রণক্ষেত্রে হয়ে ওঠে চত্ত্বর। একটি মোটরবাইকে করে যাচ্ছিলেন তিনজন যুবক। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের।

তারপর ঠিক কী ঘটল?‌ এই ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে ট্রাকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় এনজেপি থানার পুলিশ। তখন উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ইটের ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। মাথা ফেটে যায় এক এএসআই পুলিশকর্মীর। আরও এক সাব ইন্সপেক্টর জখম হন। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকায়।

আর কী জানা যাচ্ছে?‌ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়। এখন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনি। খগেন রায় এবং প্রদীপ দিবালি নামে দুই পুলিশকর্মী জখম হয়েছেন বলে নিউ জলপাইগুড়ি থানা সূত্রে খবর। প্রদীপকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও খগেন ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর পথ দুর্ঘটনায় নিহত যুবকের নাম শিবা। পথ দুর্ঘটনায় আহত দুই যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। আপাতত এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷