Trans Couple in Kerala: বাবার গর্ভে ছিল সন্তান, রূপান্তরকামী যুগল জানালেন তার ‘মা’ হিসাবে কার নাম থাকবে

গত কয়েক দিন ধরেই আলোচনায় কেরলের রূপান্তরকামী যুগল। কারণ তাঁরা সম্প্রতি জন্ম দিয়েছেন সন্তানের। তার আগে থেকেই তাঁদের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পিছনে যথেষ্ট কারণও আছে। একজন পুরুষ হিসাবে জন্মেছিলেন। আর একজন নারী হিসাবে। কিন্তু জন্মসূত্রে পাওয়া শরীরের লিঙ্গপরিচয় যাই হোক না কেন, মানসিক ভাবে দু’জনেই ছিলেন তার চেয়ে আলাদা। প্রথম জন মনে-প্রাণে নারী, দ্বিতীয় জন পুরুষ। জিয়া এবং জাহাদ। তাঁরা সিদ্ধান্ত নেন, মন যা চায়, সেই দিকেই যাবেন। চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নেবেন। শেষ পর্যন্ত তাঁরা সেটা পেয়েছেন, যা তাঁরা চেয়েছেন। বাকি ছিল একটা ইচ্ছা। সন্তানের জন্ম দেওয়ার। সেটাও করে দেখিয়েছেন তাঁরা। কিন্তু তার জন্য যথেষ্ট পরিশ্রমও করতে হয়েছে।

জাহাদ নারী-শরীর নিয়ে জন্মেছিলেন,কিন্তু তিনি চাইতেন বাবা হতে। আর জিয়া পেয়েছিলেন পুরুষ শরীর। তিনি হতে চাইতেন নারী এবং একই সঙ্গে মা। জন্মসূত্রে যেহেতু জাহাদ পেয়েছিলেন নারী শরীর, তাই এক্ষেত্রে গর্ভধারণও করেছিলেন তিনি। তাঁর গর্ভেই বড় হয়েছে তাঁদের সন্তান। যদিও তিনি নিজেকে সেই শিশুর বাবা বলেই মনে করেন। আর জিয়া এক্ষেত্রে মা হয়ে পাশে ছিলেন তাঁর। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন জাহাদকে বন্ধ রাখতে হয়েছিল হরমোন থেরাপি। সন্তানের জন্ম দেওয়ার পরে তিনি আবার তা শুরু করেছেন।

কিন্তু এখন প্রশ্ন হল সন্তানের বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্রে মা হিসাবে কার নাম লেখা হবে, বাবা হিসাবেই কার নাম থাকবে?

এই প্রশ্নের সহজ উত্তর খুঁজে নিয়েছেন যুগল। তাঁরা জানিয়েছেন, জাহাদ যদিও গর্ভে সন্তানকে ধারণ করেছেন ঠিকই, কিন্তু বাবা হিসাবে নাম থাকবে তাঁরই। যেহেতু তিনি মনেপ্রাণে একজন পুরুষ। আর মা হিসাবে থাকবে জিার নাম। এই মর্মেই তাঁরা দফতরে কাগজ জমা দিয়েছেন। তাঁদের এই সিদ্ধান্তকেও অনেকেই সাধুবাদ জানিয়েছেন।