US Jet Shoots Down Unidentified Object: পরপর দ্বিতীয় ‘এয়ারস্ট্রাইক’, এবার কানাডার আকাশে থাকা অজ্ঞাত বস্তু ধ্বংস করল F-22

ফের একবার আকাশ থেকে গুলি করে অজ্ঞাত বস্তু নামাল আমেরিকা। এবার ঘটনাটি কানাডার আকাশে ঘটেছে। এই নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধান জাস্টিন ট্রুডো। উল্লেখ্য, এর একদিন আগেই আলাস্কাতে একটি অজ্ঞাত বস্তু গুলি করে নামিয়েছিল আমেরিকা। এরপর এই নিয়ে দ্বিতীয় দিন একই ধরনের ঘটনা ঘটল। এই ঘটনার সঙ্গে চিনের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, কানাডা এবং আমেরিকা এফ-২২ যুদ্ধবিমান উড়িয়ে অজ্ঞাত বস্তুটিকে গুলি করিয়ে নামায়। কানাডার প্রধানমন্ত্রী নিজে এই অজ্ঞাত বস্তু গুলি করার নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, এর আগে আমেরিকার আকাশে উড়তে থাকা একটি চিনা বেলুনকে মিসাইল ছুড়ে সমুদ্রে নামিয়েছে বাইডেন প্রশাসন। সেই বেলুন নিয়ে চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল এক রিপোর্টে। রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারত ও জাপান-সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করেছে চিনের এই ‘গুপ্তচর’ বেলুন। এই আবহে ৪০টি ‘বন্ধুরাষ্ট্র’কে সতর্ক করেছিল আমেরিকা। প্রথম থেকেই অভিযোগ ছিল, হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চিনের গুপ্তচর বেলুন। আমেরিকার পর পর লাতিন আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল সেই বেলুনটি। এই পরিস্থিতিতে আমেরিকা এবং চিনের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তাঁর চিন সফর বাতিল করেছেন।

এদিকে চিন দাবি করেছিল, আমেরিকার আকাশে যে বেলুনটি ছিল তাদেরই। তবে আলাস্কা ও কানাডার আকাশের অজ্ঞাত বস্তু নিয়ে এখনও কিছু বলা হয়নি চিনের তরফে। আমেরিকার তরফে কোনও দেশকে অভিযু্ক্ত করা হয়নি এই নিয়ে। এদিকে প্রথম ঘটনার প্রেক্ষিতে চিনের তরফে দাবি করা হয়েছিল, উড়তে উড়তে হাওয়ায় কোনওভাবে আমেরিকার আকাশে ঢুকে পড়েছিল তাদের বেলুন। এর সঙ্গে গুপ্তচরবৃত্তির কোনও যোগ নেই বলেও দাবি কার হয়েছে। পাশাপাশি বেলুনটিকে গুলি করে ভূপতিত করার বিষয়ে মার্কিন প্রশাসনের তীব্র সমালোচনা করেছে বেজিং। চিন জানায়, আবহাওয়া সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈজ্ঞানিক কারণে বেলুনটি ব্যবহার করা হচ্ছে। এরপরেই ভারত-সহ অন্যান্য মিত্র দেশগুলিকে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, চিনা গুপ্তচর বেলুনের নিশানায় ছিল আরও বেশকিছু দেশ। মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান আমেরিকায় নিযুক্ত ৪০টি দেশের রাষ্ট্রদূতকে চিনা বেলুন সম্পর্কে সতর্ক করেছিলেন। এরই মধ্যে এবার কানাডার আকাশে অজ্ঞাত বস্তু গিলি করে নামাতে সাহায্য করল আমেরিকা।