কেপ টাউন: আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2023) কেপটাউনে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) শিবির। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচ যে টুর্নামেন্টের শুরুতেই আলাদা একটা মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য।
ভারত-পাকিস্তানের মহিলাদের মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে ভারতীয় দলই। এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটে ভারত মোট ২১ ম্যাচে জিতেছে। পাকিস্তান ৩ ম্যাচে জিতেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১০টি ম্যাচ জিতেছে ভারত ৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ৪ ম্যাচ জিতেছে ভারত। ২টো ম্যাচ জিতেছে পাকিস্তান। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ৪ বার জিতেছে ভারত। একবার জিতেছে পাকিস্তান। শেষ ম্যাচটিতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত এই বছরই অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জিতেছে।
তবে দুর্ভাগ্যবশত ভারতীয় দল এই ম্যাচে তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকে চোটের কারণে পাচ্ছে না।