ক্রিকেটের নন্দনকাননে মহাযুদ্ধ, কে বাজাবেন ‘ইডেন বেল’? Ranji final in Eden Garden on Thursday

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ৩ দশক চ্যাম্পিয়ন হয়েছিল শেষবার। ফের রঞ্জি ফাইনালে বাংলা। প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ইডেনে মহারণকে ঘিরে সাজো সাজো রব সিএবি-তে। সেমিফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে রবিবার রাতেই শহরে ফিরেছেন মনোজ তিওয়ারিরা।

স্বাধীনতার পর ১৯৯০ সালে প্রথমবার রঞ্জি ট্রফি জেতে বাংলা। সেবছর অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সেই দলকে এবার ফাইনালে বিশেষভাবে সম্মান জানাতে চলেছে সিএবি। ইডেনে হাজির থাকবেন টিমের প্রত্যেক সদস্য। সিএবি-র ঐতিহ্যমন্ডিত ইডেন বেল বাজিয়ে খেলা শুরু করবেন সম্বরণ ইতিমধ্যেই সিএবির তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

বাংলার একমাত্র রঞ্জিজয়ী অধিনায়ক জি ২৪ ঘণ্টাকে বলেন, ‘সিএবি প্রেসিডেন্ট আমাকে ফোন করে ইডেন বেল বাজিয়ে ফাইনাল শুরুর প্রস্তাব দিয়েছেন। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। ফাইনালের দিন সকাল ন’টায় বেল বাজিয়ে খেলা শুরু করব’।  সিএবি-র এই সম্মান জানানোয় রীতিমতো আবেগাপ্লুত সম্বরণ। তিনি চান, ‘আমরা যে রকম রঞ্জিতে চ্যাম্পিয়ন হয়ে মাঠ  ছেড়েছিলাম। সে ভাবে মনোজ তিওয়ারির দল এবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে বাংলাকে নতুন উপহার দিক। আমরা গত ৩৩ বছর ধরে রঞ্জি জয়ের মুহূর্ত ফের দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি’।

আরও পড়ুন: EXCLUSIVE, Ranji Trophy Final 2023: বাংলা দলের জন্য সুখবর, ইডেনের ফাইনালে থাকছে পুরো ডিআরএস

ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছে সিএবি। তবে তিনি আসবেন কিনা, সে বিষয়ে সবুজ সংকেত মেলেনি এখনও। সিএবি প্রেসিডেন্ট বলছেন, ‘মুখ্যমন্ত্রী মাঠে এসে দলকে উৎসাহ দিলে দল প্রেরণা পাবে। আমরা তাই ওনাকে আমন্ত্রণ জানিয়েছি’। এছাড়াও  ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক এবং অন্যান্য কর্তারাও উপস্থিত থাকবেন ফাইনালে। ফাইনালের দিনে সাধারণ দর্শকদের জন্য় খুলে দেওয়া হবে ইডেনের বি,সি, কে, ও এল ব্লক। প্রবেশ অবাধ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)